ঢাকায় এসে পৌঁছল পাকিস্তান ক্রিকেট দল

0
534

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে টি-২০ বিশ্বকাপ মিশন শেষে দুবাই থেকে সরাসরি ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল।

তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান। আজ সকাল ৮ টার একটু পর ঢাকায় নেমেছে পাকিস্তান দল। ১৯ নভেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। আর দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২৬ নভেম্বর।

সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ায় নির্ধারিত সময়ের ৬ দিন আগেই ঢাকায় পৌঁছে তারা। তবে ছুটি নেয়ায় পাকিস্তান দলের সঙ্গে আসেননি ক্যাপ্টেন বাবর আজম ও অলরাউন্ডার শোয়েব মালিক। তারা ছুটি কাটিয়ে ১৬ই নভেম্বর দলের সঙ্গে যোগ দেবেন।

 

Facebook Comments Box