ড: ফরহাদ আহমেদের রিসার্চ পেপার “একাডেমি অফ ম্যানেজমেন্ট কনফারেন্স”এ বেস্ট রিসার্চ পেপার হিসেবে নির্বচিত ।

0
1255

আমাদের আয়্যারল্যান্ড প্রবাসী ড. ফরহাদ আহমেদের একটা রিসার্চ পেপার বিশ্বের নামকরা রিসার্চ কনফারেন্স “একাডেমি অফ ম্যানেজমেন্ট কনফারেন্স” (ব্যবসা ও বানিজ্যের সব বিষয়ের মধ্যে বিশ্বের নাম্বার ওয়ান কনফারেন্স) এ বেস্ট রিসার্চ পেপার হিসেবে সিলেক্ট হয়েছে। পেপারটিতে গ্লোবাল জেন্ডার গেপ কিভাবে ফিমেল অনট্রাপ্রেনিউরশিপকে বা একজন মহিলা উদ্যোক্তাকে প্রভাবিত করে তা দেখানো হয়েছে। এই পেপারটি বিশ্বের ৪৪ টা দেশের প্রায় ১০,০০০ রেসপন্ডেন্টস এর ডাটার ভিত্তিতে লেখা হয়েছে।
পেপারটি আমেরিকার আরিজনা স্টেট ইউনিভারসিটিতে এই বছরের জুলাই মাসে প্রেজেন্ট করা হবে যেখানে বিশ্বর সব নামীদামি স্কলাররা উপস্হিত থাকবেন। পরবর্তীতে হাই ইমপ্যাক্ট রিসার্চ জার্নালে পেপারটি প্রকাশিত হবে।

Facebook Comments Box