ডাবলিনে রোলেক্স ঘড়ি এবং €১১৭,০০ সমেত যুবক গ্রেফতার

0
722

ডাবলিনের কুল্লক (Coolock) এলাকায় অনুসন্ধান চালিয়ে গার্ডা এক যুবককে €১১৭,০০০ অর্থ এবং দামী রোলেক্স ঘড়িসহ আটক করেছে।

৩৫ বছর বয়স্ক যুবকে মানি লন্ডারিং এর সাথে জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করা হয়। তাকে এখন Coolock গার্ডা স্টেশনের হাজতে রাখা হয়েছে।

গার্ডা কমিশনার বলেন, ”এরা নানা ধরনের ক্রাইম এর সাথে জড়িত, যা সমাজের জন্য ক্ষতিকর”।

জোটবদ্ধ ক্রাইমের বিরুদ্ধে গার্ডা ইতিমধ্যে সফলতার স্বাক্ষর রয়েছে এবং ক্রাইম এর বিরুদ্ধে এই কার্যক্রম চালিয়ে যাবার প্রতিশ্রুতি গার্ডা দিয়েছে।

Facebook Comments Box