ডাবলিনে ছুরিকাঘাতে আহত নারীকে বাঁচানো গেলনা

0
650

গত ২০ জানুয়ারিতে একজন মধ্যবয়স্কা নারী কাজ শেষে বাড়ি ফেরার পথে রাতে ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হন। এতদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

৪৮ বৎসর বয়স্কা ছিলেন নিহত ইউরানসেটসেগ সেরেংগোশ, মঙ্গলিয়ান বংশদূত। যিনি ডাবলিনেই থাকতেন এবং কাজ করতেন। ডাবলিনে একটি অফিসে ক্লিনার হিসেবে দায়িত্বরত ছিলেন। 

সেরেংগোশ ২০ জানুয়ারি বুধবারে কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। আনুমানিক ০৯:১৫ এর দিকে IFSC বিল্ডিংয়ের কাছে তাকে ছুরিকাঘাত করা হয়। এতদিন তিনি ডাবলিনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকরা অনেক চেষ্টা করেও অবশেষে বাঁচাতে পারলেননা। 

এ ঘটনায় ১৪ বছরের এক বালককে পুলিশ গ্রেপ্তার করে। তাকে এখন ডাবলিনের ইয়ুথ ডিটেনশন সেন্টারে কাস্টডিতে রাখা হয়েছে। 

Urantesetseg Tserendorj and her husband Ulambayar
Facebook Comments Box