ডাবলিনে গার্ডার গুলিতে যুবক নিহত

0
756
গার্ডা

আজ ডাবলিনে গার্ডা এর গুলিতে এক যুবক নিহত হয়েছে।

যুবকের বয়স ছিল ২০ এর শেষার্ধে। ব্ল্যান্সারডসটাউনের কনোলি হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

ডাবলিন ১৫ এর ম্যানরফিল্ড ড্রাইভে রিপোর্টের ভিত্তিতে গার্ডই সেখানে পৌঁছে। যুবকটি তখন অস্রসজ্জিত ছিল এবং গার্ডাকে হুমকি প্রদর্শন করতেছিল। গার্ডই তখন অপ্রাণঘাতী অস্র ব্যবহার করে, কিন্তু তাতে কাজ না হওয়ায় বাধ্য হয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকায় এই ঘটনা ঘটে।

এরপর অস্রটি গার্ডার কব্জায় নিয়ে নেয়। যুবকটিকে হাসপাতালে স্থানান্তর করার পর মৃত ঘোষণা করা হয়।

Facebook Comments Box