ডাবলিনে আবারও ছুরিকাঘাতের ঘটনা – যুবক আহত

0
784

ডাবলিনে একের পর এক সহিংস ঘটনা ঘটেই যাচ্ছে। বেশ কিছুদিনের মাথায়ই ঘটেছে বেশ কিছু ছুরিকাঘাতের ঘটনা এবং এতে বেশ কিছু জীবনও ঝরে গিয়েছে অকালে।  ডাবলিনের রাস্তায় রক্তের দাগ মুছতে না মুছতেই আবার রক্তে রঞ্জিত হল নর্থ সার্কুলার রোড। 

গতকাল রাতেই দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হয়েছেন ৩০ বছর বয়স্ক এক যুবক। উপর্যপুরি ছুরিকাঘাতে যুবকের কয়েকটি স্থান জখম হয়ে যায়। জরুরি ভিত্তিতে তাকে ডাবলিনের মাটের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। তবে ডাক্তাররা আশ্বস্ত করেছেন যে তার অবস্থা খুব বেশি জীবননাশক নয়। 

এ ঘটনায় গার্ডা ঘটনাস্থল থেকেই চল্লিশঊর্ধ্ব এক যুবকে গ্রেফতার করেছে। তাকে বর্তমানে গার্ডার হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি এখন পর্যন্ত তদন্তাধীন রয়েছে। 

Facebook Comments Box