ডাবলিনের সমাবেশ নিয়ম লঙ্ঘন করেছে কিনা তা তদন্ত কর‌বে গার্ডা

0
712

এস,এ,রব : গত ২রা জুন ডাবলিন শহরের কেন্দ্রস্থলে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ চলাকালীন সম‌য়ে কোভিড -১৯ সামা‌জিক দূর‌ত্ব বিধিনি‌ষি‌ধের লঙ্ঘন হ‌য়ে‌ছিল কি না সেটা তদন্ত করছে গার্ডা।

সমাবেশের পরে সামাজিক দূরত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হ‌য়ে‌ছিল, যেখানে হাজার হাজার লোক জি-ও-কনল স্ট্রিটের জিপিও থেকে যুক্তরাষ্ট্রের ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সাথে সংহতি জানিয়ে বলস্রিজের মার্কিন দূতাবাসের উদ্দেশ্যে যাত্রা করে ।

বর্তমান বিধিনিষেধের অধীনে, কোন বড় সমাবেশ অনুমোদিত নয় এবং সর্বদা সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

আজ সন্ধ্যায় প্রকাশিত গার্ডার এক বিবৃতিতে বলা হ‌য়ে‌ছে যে , আয়োজকরা ও’কনেল স্ট্রিটে সামাজিক দূরত্বের ব্যবস্থা বজায় রাখার চেষ্টা করেছিলেন ‌কি না সেটা খ‌তি‌য়ে দেখা হচ্ছে ।

গার্ডার পক্ষ থে‌কে বলা হ‌য়ে‌ছে যে, তদন্ত চলমান রয়েছে এবং পরবর্তী যে কোন পদক্ষেপ নেওয়ার পূ‌র্বে পাবলিক প্রসিকিউশন ডিরেক্টরের পরামর্শ নেওয়া হবে।

সূত্র : rte

Facebook Comments Box