জুনের শেষে দেশে ফিরবে আইরিশ সেনারা

0
652
ছবিসুত্রঃ ইন্টারনেট , আইরিশ বাংলা টাইমস

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত আইরিশ সেনারা আগামী জুনের শেষের দিকে দেশে ফিরবেন । তারা তাদের অবস্থান বর্ধিত করার কারণ  ছিল কোভীড-১৯ এর প্রাদুর্ভাব  ।তারা ছয় মাসের বেশি সময় ধরে সার্ভিস থেকে  দূরে থাকবে এবং তাদের ফিরে আসার পর ১৪ দিনের আইসলেশনে  প্রবেশ করতে হবে, HSE নির্দেশিকা অনুসারে । 

প্রথম সেনারা ২১ জুন আয়ারল্যান্ডে আসার পর দ্বিতীয় ধাপে কর্মকর্তারা আট দিন পরে ফিরে আসে । তারা মে মাসের মাঝামাঝি সময়ে বাড়িতে ফিরে যাওয়ার কারণে হলেও গত এপ্রিলে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মহামারির প্রতিক্রিয়ায় সব শান্তিরক্ষা সেনাদের বাড়ি ফেরা স্থগিত করেন ।

প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে লেখা হয়েছে, ‘ আমরা স্বীকার করছি, দেশে ফেরার  তারিখের এই বিলম্ব আমাদের কর্মী ও তাঁদের পরিবারের কাছে হতাশাজনক যে ছ ‘ মাস ধরে তাঁদের প্রিয়জন থেকে দুরে থাকছে ।’

Facebook Comments Box