জর্জ ফ্ল‌য়ে‌ডের হত‌্যার প্রতিবা‌দে ডাব‌লি‌নে হাজার হাজার মানু‌ষের বি‌ক্ষোভ

0
783

এস,এ,রব : মার্কিন যুক্তরাষ্ট্রের ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সাথে সংহতি জানিয়ে আজ হাজার হাজার মানুষ আয়াল‌্যা‌ন্ডের ডাবলিন শহ‌রে এক প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছেন।

গত সপ্তা‌হে মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রে পু‌লি‌শের হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্ল‌য়েড হত‌্যাকা‌ন্ডের প্রতিবা‌দে ডাব‌লি‌নের ওক‌নেল স্ট্রিটের জি‌পিও‌তে Black lives matter /We are one ব‌্যানার এবং ফেস্টুন নি‌য়ে জ‌ড়ো হ‌য়ে‌ছি‌লেন হাজার হাজার প্রতিবাদী মানুষ । তারপর সেখান থে‌কে হাজার হাজার মানু‌ষের মি‌ছিল‌টি স্লোগা‌নে স্লোগা‌নে মুখ‌রিত হ‌য়ে বলসব্রিজের মার্কিন দূতাবাসের উ‌দ্দে‌শ্যে যাত্রা ক‌রে । মার্কিন দূতাবাসে পৌঁছানোর পর সেখা‌নে এক মিনিটের নীরবতা পালন ক‌রেন বি‌ক্ষোভকারীরা । ‌বি‌ক্ষোভকা‌রী‌দের আরেক‌টি অংশ ফিনিক্স পার্কে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনের সাম‌নে প্রতিবা‌দ জানা‌তে জ‌ড়ো হ‌য়ে‌ছিলেন।

৪৬ বছর বয়সী কৃষাঙ্গ যুবক জর্জ ফ্ল‌য়েড হত‌্যাকা‌ন্ডের সা‌থে জ‌ড়িত পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনের বিরুদ্ধে তৃতীয় ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে মিঃ ফ্লয়েডের পরিবারের পক্ষ থে‌কে । তার হত‌্যার প্রতিবা‌দে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডস সহ বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ ক্ষো‌ভে ফে‌টে প‌ড়ে‌ছেন ।

অন‌্যদি‌কে জর্জ ফ্ল‌য়ে‌ডের হত‌্যার প্রতিবা‌দে যুক্তরা‌ষ্ট্রের বি‌ভিন্ন শহরর বি‌ক্ষোভ অব‌্যাহত র‌য়ে‌ছে ।সা‌র্বিক প‌রি‌স্হি‌তি অবন‌তির কারণে দেশ‌টির অন্তত ৪০‌টি শহ‌রে কার‌ফিউ জা‌রি করা হ‌য়ে‌ছে । ওয়া‌শিংটন সহ ১৩ টি অঙ্গরা‌জ্যে সেনা বা‌হিনী‌কে স‌ক্রিয় করা হ‌য়ে‌ছে । প্রায় চার হাজা‌রের মত বি‌ক্ষোভকা‌রী‌দের গ্রেফতার করা হ‌য়ে‌ছে ব‌লে গা‌র্ডিয়া‌নের বরাত দি‌য়ে জানা গে‌ছে ।
অন‌্যদি‌কে গত শুক্রবার হোয়াইট হাউ‌সের সাম‌নে ক‌য়েকশ লো‌কের আগ্রা‌সি প্রতিবা‌দে ভীতু হ‌য়ে মা‌র্কিন প্রেসি‌ডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘন্টার মত বাংকা‌রে আশ্রয় নি‌য়ে‌ছি‌লেন ব‌লে নাম প্রকা‌শে অ‌নিচ্ছুক এক রিপাব‌লিকান সূ‌ত্রের উদ্ধৃতি দি‌য়ে নিউ ইয়র্ক টাইমস সংবাদ প্রকাশ ক‌রে । ওই সময় বি‌ক্ষোভকারীরা পাথর এবং প‌ু‌লি‌শের ব‌্যা‌রিকেড ভাঙার চেষ্টা করে‌ছিল ।

তথ‌্য সূত্র : দ‌্যা গা‌র্ডিয়ান / নিউ ইয়র্ক টাইমস

Facebook Comments Box