প্রকাশিত হল মনোনয়ন পত্র জমাদানকারী প্রার্থীদের তালিকা

0
460

অবশেষে প্রতীক্ষার প্রহর গুছল। নির্বাচন কমিশন প্রকাশ করল বহু প্রতীক্ষিত আসন্ন নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানকারীর তালিকা।

অল বাংলাদেশী এসোসিয়েশন অব আয়ারল্যান্ড ‘’আবাই’’ এর সাধারণ নিরবাচন-২০২২ এর অংশগ্রহণকারী প্রার্থীগণ এবং ভোটারগণ অধীর আগ্রহে বসে ছিলেন শেষ পর্যন্ত কারা নির্বাচনের লড়াইয়ে মাঠে নামবেন। প্রার্থীরা মুখিয়ে ছিলেন কারা হবেন তাঁদের নির্বাচনী খেলার মাঠের প্রতিদ্বন্দ্বী আর ভোটাররা কৌতহলী ছিলেন কারা হবেন আসন্ন আবাই এর নতুন প্রতিনিধি।

আয়ারল্যান্ড বাংলাদেশী কমিউনিটির কেন্দ্রীয় সংগঠন ‘’আবাই’’ এর এটি হবে দ্বিতীয় নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে রয়েছে অনেক আলোচনা, সমালোচনা, কৌতূহল, উৎসাহ, উদ্দীপনা, আশা এবং প্রত্যাশা। ধীর্ঘদিন পর এই নির্বাচন হচ্ছে এখন আয়ারল্যান্ড বাংলাদেশী কমিউনিটির আলোচনার কেন্দ্রবিন্দু।

আবাই সাধারণ নির্বাচন ২০২২ তে থাকতেছে মোট ২১ টি পদ। এই ২১ টি পদে প্রতিনিধি থাকবেন ২৭ জন। নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী বিভিন্ন পদে প্রার্থী হিসেবে মোট আবেদনকারীর সংখ্যা হচ্ছে ৪৫ জন। সর্বমোট ৫৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও ৯ জন জমাদান থেকে বিরত থাকেন।

সময় স্বল্পতার কারণে ও বিভিন্ন কাউন্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে সময় লাগতে পারে বিধায় জমাদানকারী মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের পরিবর্তিত তারিখ নির্ধারিত করা হয়েছে ১১-০৭-২০২২ খ্রিঃ এবং প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ১৫-০৭-২০২২ খ্রিঃ। যাচাই বাছাই পর্বে বাদ পড়া এবং প্রার্থিতা প্রত্যাহারের উপর নির্ভর করবে সর্বশেষ কারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে থাকবেন।

পদের তালিকাসমূহ নিম্নরূপঃ

পদের নাম পদের সংখ্যা মোট জমাদানকারী প্রার্থী
সভাপতি ডাঃ জিন্নুরাইন জায়গীরদার

সৈয়দ মোস্তাফিজুর রহমান

সহ-সভাপতি মনিরুল ইসলাম (মনির)

শাহীন রেজা

আজিজুর রহমান (মাসুদ)

কাজী শাহ আলম

মোঃ বদরুল ইসলাম

জালাল আহমেদ ভুঁইয়া

মোঃ গোলাম নবী বাবুল

সাধারণ সম্পাদক আনোয়ারুল হক (আনোয়ার)

মোঃ সোলায়মান মিয়া (রনি)

সহ-সাধারণ সম্পাদক শাহ্‌ আজমল হোসেন

রাজিবুল হক গালিব

মাহমুদুল হাসান চৌধুরী সোহেল

এস এম হাসান

সাংগঠনিক সম্পাদক ইনজামামুল হক জুয়েল

সৈয়দ রাসেল (এস. রব)

আলমগীর রাহিম

সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মতিউর রহমান

আবদুল জলিল

কোষাদক্ষ মোহাম্মদ তাউছমিয়া তালুকদার

মোঃ আব্দুর রশিদ (সবুজ)

সহ-কোষাদক্ষ মজিবুল হক

মোহাম্মদ সিদ্দিক

দপ্তর সম্পাদক মোঃ সারোয়ার মোরশেদ
প্রকাশনা সম্পাদক কবির আহমদ
সহ-প্রকাশনা সম্পাদক জুবায়ের আহমেদ

মোঃ মতিন ব্যাপারী

সাংস্কৃতিক সম্পাদক দিলীপ কুমার বড়ুয়া

তারেক মাহমুদ ইকবাল

সহ-সাংস্কৃতিক সম্পাদক আভি অজিতাভ রয়

শরিফুল আলম ভূঞা (জেনন)

ক্রীড়া সম্পাদক মোতালেব হোসেন

রাব্বি খান

ধর্মীয় সম্পাদক মোজাম্মেল হক

আল আমিন হোসেইন

সহ-ধর্মীয় সম্পাদক মোঃ লোকমান হোসেন

ফিরোজ আহমেদ (হিরণ)

মহিলা কল্যাণ সম্পাদিকা মোসাম্মৎ শম্পা লিলি
সহ-মহিলা কল্যাণ সম্পাদিকা শিরিন আক্তার
আইটি সম্পাদক মোঃ ইউসুফ

মোঃ নজরুল ইসলাম

সমাজকল্যাণ সম্পাদক মোঃ দুলাল আহমেদ

মজিবুর রহমান

শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমিন

 

বিঃ দ্রঃ যেহেতু বাংলায় নাম লিখা হয়েছে, সেহেতু প্রার্থীর নিজের নামের বানানের সাথে বানান নাও মিলতে পারে। সেক্ষেত্রে ভুল মার্জনা সহকারে দেখবেন। প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করে সঠিক নাম প্রদান করলে, অবশ্যই ঠিক করে দেয়া হবে। ধন্যবাদ।

Facebook Comments Box