ছুরিকাঘাত করে ইংল্যান্ডের এমপি কে মর্মান্তিকভাবে হত্যা

0
758
Sir David Amess

৬৯ বছর বয়সী স্যার ডেভিড অ্যামিস প্রায় ৪০ বছর ধরে পার্লামেন্ট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৮৩ সাল থেকে বাসিলডন নামের একটি এলাকা থেকে এমপি নির্বাচিত হন। এরপর ১৯৯৭ সাল থেকে কাছের সাউথএন্ড ওয়েস্ট আসনটি ধরে রেখেছেন তিনি।

মৃত্যুকালে পাঁচ ছেলেমেয়ে রেখে গিয়েছেন স্যার ডেভিড অ্যামিস।

Facebook Comments Box