মশিউর রহমান। নিউজ ডেস্ক। আইরিশ বাংলা টাইমস।
শনিবার,২৩ জানুয়ারী ২০২১।
আইরিশ প্রধানমন্ত্রী বলেছেন যে ছয় মাসের জন্য দেশে কোভিড-১৯ এর লকডাউন নিষেধাজ্ঞা জারি থাকবে এবং স্কুল গুলি মার্চ মাস আগে পুনরায় চালু হওয়ার সম্ভাবনা নাই।
আইরিশ প্রধানমন্ত্রী মিহল মার্টিন বলেছেন, যে তিনি উদ্বিগ্ন কারন করোনার UK ভাইরাস আয়ারল্যান্ডে ছড়িয়ে (স্ট্রেইনের)পরেছে, এবং তিনি আরো বেশি উদ্বিগ্ন কারন ভ্যাকসিন সরবরাহের বিলম্বিত হওয়ার কারনে।
আইরিশ প্রধানমন্ত্রী মিহল মার্টি বলেছেন যে কোভিড -১৯ লকাউন নিষেধাজ্ঞা বছরের কমপক্ষে প্রথম ছয় মাসের জন্য কার্যকর থাকবে।
RTE”র ব্রেন্ডন ও’কনার এর প্রোগ্রামে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মিহল মার্টিন বলেছেন যে,”সরকার “এই বছরের প্রথমার্ধে”লকডাউনের নিষেধাজ্ঞা গুলি অপসারণের জন্য একটি “সতর্ক ও রক্ষণশীল” দৃষ্টিভঙ্গি নিয়েছে,কারণ আয়ারল্যান্ড করোনা মহামারীটির তৃতীয় ধাপ-কে মোকাবিলা করছে।
তবে তিনি এটিও বলেছিলেন যে “এর অর্থ এই নয় যে ছয় মাসের জন্যই “লকডাউন” হতেই হবে।”
“গ্রীষ্মের মধ্যেই আমরা পরিবর্তিত অবস্থান ও পরিবেশে থাকব কারণ ততক্ষণে জনগনকে ব্যাপক আকারের টিকা প্রদান সম্ভব হবে।”
স্কুলগুলি পুনরায় খোলার ক্ষেত্রে মার্টিন হুঁশিয়ারি তিনি বলে দিয়েছেন যে, ” স্কুল গুলি সেন্ট প্যাট্রিকের দিন অবধি বন্ধ থাকবে। এই তারিখের মধ্যে অবশ্যই ছাত্র ছাত্রীরা ক্লাশে ফিরে আসবে না”
বিস্তারিত জানতে নিচের লিঙ্কটিতে ক্লিক করুন: Taoiseach says there will be restrictions for six months, schools may not reopen until March https://jrnl.ie/5333549