চীনের অনুরোধের মুখে জনপ্রিয় ‘কুরআন মাজিদ’ অ্যাপ সরিয়ে নিয়েছে অ্যাপল

0
814

চীনে কর্মকর্তাদের অনুরোধের পর অ্যাপল বিশ্বের অন্যতম জনপ্রিয় কুরআন মাজিদ অ্যাপ সরিয়ে নিয়েছে।

সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় এই ‘কুরআন মাজিদ’ অ্যাপ। অ্যাপ স্টোরে এটি পাওয়া যায় এবং এর রিভিউর সংখ্যা দেড় লাখের মতো। সারা বিশ্বে লাখ লাখ মুসলিম এই অ্যাপটি ব্যবহার করে। চীনে প্রায় ১০ লাখের মতো ব্যবহারকারী রয়েছে।

সারা বিশ্বে অ্যাপ স্টোরের অ্যাপগুলোর ওপর নজর রাখে এরকম একটি ওয়েবসাইট ‘অ্যাপল সেন্সরশিপে’ এই খবরটি প্রথম প্রকাশিত হয়।

অ্যাপটির নির্মাতা পিডিএমএস কোম্পানি এক বিবৃতিতে বলেছে, “অ্যাপলের মতে, আমাদের অ্যাপ ‘কুরআন মাজিদ’ চীনা অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে কারণ তাতে কিছু বিষয় ছিল যা অবৈধ”। তবে চীনা এই অ্যাপটি কোন আইন ভঙ্গ করেছে তা এখনও পরিষ্কার নয়।

চীনা কমিউনিস্ট পার্টি ইসলামকে একটি ধর্ম বলে আনুষ্ঠানিকভাবে স্বীকার করে থাকে। তবে চীনের শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের মানবাধিকার লঙ্ঘন, এমনকি গণহত্যার জন্যেও চীনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

‘কুরআন মাজিদ’ অ্যাপের পক্ষ থেকে বলা হয়েছে, সারা বিশ্বের সাড়ে তিন কোটিরও বেশি মুসলিমের এই অ্যাপটির ওপর আস্থা রয়েছে।

বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাপ, ওয়েবসাইট ও সোশ্যাল সাইটের উপর চীন নিষেদাজ্ঞা আরোপ করে আসছে। কিনতি এই মুসলিম অ্যাাপ কি কারণে বন্ধের অনুরোধ জানাল তা এখনো পরিষ্কার নয়।

Facebook Comments Box