গুম

কবিতা

0
441

”গুম”
– ওমর এফ নিউটন

আমাকে গুম কর
রাতের আঁধারে,
আমাকে গুম কর
আলোর প্রহরে,
আমাকে গুম কর
অন্ধ আবেগে,
আমাকে গুম কর
মুগ্ধ ভালবেসে। 

গুম হতে চাই
তোমার হৃদয় গহীনে,
গুম হতে চাই
তোমার কাজল নয়নে,
গুম হয়েই থাকি যেন 
তোমার জীবনে,
উদ্ধার যেন না হই
গুমের কবল থেকে।

Facebook Comments Box