ক্যাপিটালিস্ট – কবিতা

পুঁজিবাদের জাঁতাকলে শ্রমিক দিবসের জন্ম

0
236

    নড়ুক এবার একটু টনক
    আপনার আমার সবার,
    ভোক্তা শ্রেণি নিচ্ছে করে
    মুখের খাবার সাবাড়।

রাক্ষসেরা কেমন দেখো
করে আছে আগ্রাসী হা,
নিচ্ছে কেড়ে বসতভিটা
গলায় রেখে বিধ্বংসী পা।

    ব্যবহার শেষে মানুষকে সে
    ছুঁড়ে দিচ্ছে আস্তাকুঁড়ে,
    দানবের এই ভয়াল থাবা
    চলছে এখন জগতজুড়ে।

ফোঁটা জল সে দিয়ে শেষে
নিয়ে যাচ্ছে আস্ত সাগর,
চুনোপুঁটি তার কাছে সব
সে যে বড় মস্ত হাঙর।

    দান দখিনা একটু করে
    বলবে সে কী দয়ার সাগর,
    দরিদ্রতা জিইয়ে রেখে
    নিজে থাকে সবার উপর।

পুঁজিবাদকে পুঁজি করে
পুঁজিপতি গোটা কয়েক,
পুঁজিবাদের যাঁতাকলে
হা-ভাতেতে লক্ষ শয়েক।

পুঁজিবাদের থাবা থেকে রক্ষা পাক শ্রমজীবী মানুষ। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হোক। এটাই হোক মহান মে দিবসের ব্রত।

লেখকঃ ওমর এফ নিউটন
কাব্যগ্রন্থঃ এবার তোরা মানুষ হ

Facebook Comments Box