কোন এ‌্যাপয়েন্টমেন্ট ছাড়াই যাওয়া যাবে টিকা কেন্দ্রে, নেওয়া যাবে কোভিড-১৯ ভেকসিন।

0
1026

এই চলতি সপ্তাহের আগষ্ট ব‌্যাংক হলিডে উইকেন্ডে আয়ারল‌্যান্ডের বিভিন্ন এলাকায় কোভিড-১৯ টিকা দান কেন্দ্র খোলা হচ্ছে যেখানে ১৬ বছরের উপরে যে কেউ ভেকসিন নিতে চাইলে কোন এ‌্যাপয়েন্টমেন্ট ছাড়াই টিকাদান কেন্দ্র প্রবেশ করতে পারবেন এবং টিকা নিতে পারবেন।

এই টিকা কেন্দ্র গুলোতে টিকা নিতে অনলাইনে এ‌্যাপয়েন্টমেন্ট নিতে হবে না কিন্তু যারা টিকা নিতে যাবেন তাদের পিপিএস নাম্বার, ফটো আইডি, ইমেইল এড্রেস, ফোন নাম্বার এবং তাদের পোষ্ট এড্রেসের এয়ার কোড প্রদান করতে হবে।

যারা টিকা নিতে আসবেন তারা তাদের প্রথম ডোজ ফাইজার বায়ো- N টেক টিকা পাবেন।

যারা এই এই টিকা কেন্দ্র গুলো থেকে টিকা নিবেন তারা পরবর্তিতে টেক্স মেস‌্যাজের মাধ‌্যমে জানতে পারবেন কখন ও কোন টিকা কেন্দ্রে তারা তাদের দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন।

যারা টিকা নিতে ইতিমধ‌্যে অনলাইনে বুকিং দিয়েছেন তারাও তাদের নিকটস্ত টিকা কেন্দ্রে গিয়ে এই সপ্তাহের যে কোন সময় কোভিড-১৯ এর ভেকসিন নিতে পারেন।

আপনার নিকটস্ত টিকা কেন্দ্রের ঠিকানা পেতে নিচের লিঙ্কটিতে ক্লিক করুন:
https://www.rte.ie/news/2021/0728/1237728-covid-19-vaccination-centres/

Facebook Comments Box