কৃষ্ণকলি

0
860

কৃষ্ণকলি

: কৃষ্ণকলি, ও কৃষ্ণকলি
হাঁটি হাঁটি, দু’পা ফেলি’
কোথা যাও, যাও তুমি শুনি?

: না না মামা, কোথাও না।
মোবাইলে ছেড়ে গান বাজনা,
ভোর সকালে একটু হাঁটা হাঁটি করি।

: বেশ তো বেশ, হাঁটতে থাকো
নইলে তুমি মুটিয়ে যাবে হয়তো।
বয়সটা তো আর বসে থাকবে না তো!

: জ্বী জ্বী মামা, ঠিক বলেছেন।
সুস্থ থাকতে কিন্তু সবাই পছন্দ করেন।
রূপের জাদু নাই বা পেলাম, তবু অপরূপা বলেন!

এস, এম, মাহফুজুল হক
ডাবলিন
২২ অক্টোবর, ২০২০

Facebook Comments Box