প্রকাশিত হল ফিফা বিশ্বকাপ ২০২২-এর অফিসিয়াল বল। বলটির নাম রাখা হয়েছে ‘আল রিলহা’। একটি আরবি শব্দ, বাংলায় যার অর্থ সফর। কাতারের ভাস্কর্য, জাতীয় পতাকা এবং ইউনিক বোটের থেকে অনুপ্রাণিত হয়ে এর ডিজাইন করা হয়েছে।
বিশ্ববিখ্যাত ক্রিয়াসামগ্রি নির্মাণকারী প্রতিষ্ঠান এডিডাস ফুটবলটি তৈরি করেছে। এডিডাসের দাবি, বাতাসে খুব দ্রুততার সঙ্গে এই বল দূরত্ব অতিক্রম করতে সক্ষম। এর আগে বিশ্বকাপের ইতিহাসে এত দ্রুত কোনও বল বাতাসে দূরত্ব অতিক্রম করতে পারত না। এর ফলে লং বল বা এরিয়াল বল খেলার ক্ষেত্রে সুবিধা হবে ফুটবলারদের। বিশ্বের সেরা খেলাকে আরও বেশি নিখুঁত করার জন্য এবং ফুটবলারদের সুবিধার্থে এই রকম বল তৈরি করা হয়েছে।
বিশ্বকাপ শুরুর আগেই বলটি আপনার হাতে চলে আসতে পারে। বল প্রস্তুতকারী সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে ৩০ মার্চ থেকে এই বল বিক্রি করা শুরু করবে তারা। তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং রিটেল স্টোর থেকে ওই বল সংগ্রহ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।