কর্ক এর প্রিয় মুখ মিঠু সরকারের এই অসামান্য কৃতিত্বের জন্য প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা

0
1431

আয়ারল্যান্ডের কর্ক শহরের আমাদের সকলের প্রিয় মুখ মিঠু সরকার সম্প্রতি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি (ACCA) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ACCA এর পূর্ণাঙ্গ মেম্বারশিপ অর্জন করেছেন।

তার এ অর্জনকে আমরা অভিনন্দন জানাই। এর পূর্বে তিনি ইউনিভার্সিটি কলেজ কর্ক (UCC) থেকে কর্পোরেট ফাইন্যান্স এর উপর মাস্টার্স করেন। বর্তমানে তিনি স্বনামধন্য মাল্টিন্যাশনাল কোম্পানি গ্র্যান্ড থর্টন এ সিনিয়র ফিনান্সিয়াল একাউন্টেন্ট এন্ড এডভাইসর হিসেবে কর্মরত আছেন।

আমরা তার সুস্বাস্থ্য এবং সর্বাত্মক সফলতা কামনা করি

Mithu_Sharker_3
Facebook Comments Box