করোনায় সচেতনতা
করোনা মহামারী আসার পর থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে পড়া নতুন কিছু আইটেম চোখে পড়ার মতন। যত্রতত্র মাস্ক, গ্লাভস পাশাপাশি অন্যান্য আবর্জনা তো আছেই আমি লিখছি আয়ারল্যান্ড এর পরিবেশ পরিস্থিতির উপর।
পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে আয়ারল্যান্ড অনেক উন্নত অন্যান্য দেশের তুলনায়, আয়ারল্যান্ডে প্রতিটা পরিবারেই সাধারণ ময়লা-আবর্জনা, রিসাইকেল এবং কম্পোস্ট করার ব্যবস্থা রাখা হয় ।
স্থানীয় প্রশাসন দ্বারা এলাকাভিত্তিক পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যবস্থা করা হয় অন্যদিকে পাড়া-প্রতিবেশী ভিত্তিক পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম ও পরিচালিত হয়।
কিন্তু কিছু কিছু এলাকায় ময়লা আবর্জনার খারাপ পরিবেশ ও লক্ষ্য করার মতো যা কিনা সরকার এবং স্থানীয় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কঠোর আইন থাকার পরও নিয়ন্ত্রণের বাইরে থেকে যায় ।
করোনার সংক্রমণ রোধে মাস্ক এবং গ্লাভস এর ব্যবহার অনস্বীকার্য কিন্তু এগুলি ব্যবহারের পরে আমরা যদি সঠিকভাবে ডাস্টবিনে ফেলে না দিয়ে যত্রতত্র ফেলে রাখি তাতে করে সংক্রমণ রোধের চেয়ে সংক্রামক ছড়াবে বেশি।
একটু সচেভতনতাই পারে সবুজ পরিবেশের এবং সংক্রামক রোধের উত্তম পন্থা!
দীলিপ বড়ুয়া
ডাবলিন
Related News