করোনার আক্রমণে এবার সাংবাদিক খোকনের স্ত্রী ও ছেলে

0
924

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া দেশের প্রথম সাংবাদিক হুমায়ুন কবির খোকন এর স্ত্রী ও ছেলের ও এবার করোনা টেস্ট এ পজিটিভ এসেছে ।

হুমায়ুন কবির খোকনের স্ত্রী বলেন, শুক্রবার (১ মে) রাতে রিজেন্ট হাসপাতাল থেকে জানানো হয়, আমাদের দু’জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এতদিন বাসায় থাকলেও তাই এখন হাসপাতালে যাচ্ছেন বলে জানান তিনি ।

তিনি বলেন, খোকন যেদিন মারা গেলো, সেদিন সেখানেই তাদের নমুনা সংগ্রহ করা হয় এবং আজ হাসপাতাল থেকে রিপোর্ট জানানো হল।

গত ২৮ এপ্রিল রাতে সাংবাদিক হুমায়ুন কবির খোকন ঢাকার রিজেন্ট হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক পদে
চাকরিরত ছিলেন । বেশ কিছু দিন ধরেই দাঁতের ব্যথায় ভুগছিলেন , সঙ্গে ছিল জ্বর, কাশি ও শ্বাসকষ্ট। অবস্থা খারাপ হলে তাকে রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তিনি মারা যান। পরবর্তী সময়ে তার নমুনা সংগ্রহ এর পর তিনি করোনায় আক্রান্ত ছিলেন বলে জানা যায়।

Facebook Comments Box