ওয়াটারফোর্ড নিবাসী মাওলানা “আসাদ উদ্দিন” শেষ নিশ্বাস ত্যাগ করেন

0
1032
Asad uddin

শোক সংবাদ শোক সংবাদ শোক সংবাদ

ওয়াটারফোর্ড নিবাসী জনাব মাওলানা “আসাদ উদ্দিন” গত ২৪ শে জানুয়ারি রোজ রবিবার সন্ধ্যা ৭টার দিকে ওয়াটারফোর্ড হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৫ এর উপরে। তিনি পূর্ব থেকে একাধিক ব্যাধিতে যেমন উচ্চ ডায়াবেটিস, ফুসফুসের কার্য ক্ষমতা হ্রাস সহ নানা রকম জটিলতায় ভুগছিলেন। অসুস্থতা অনুভব করায় তাকে ক্সক্সক্স তারিখে হাসপাতালে ভর্তি করানো হয়। তারা সেখানে তার করোনা টেস্ট করানো হলে করোনা পজিটিভ আসে। হাসপাতালে চিকিতসা নেওয়ার পরে তার অবস্থার উন্নতি হয়েছিল। কিন্তু হঠাৎই তিনি আবার দুর্বল হয়ে পড়েন।

তিনি স্বপরিবারে ওয়াটারফোর্ডে বসবাস করতেন। ২০১৪ সালের দিকে তিনি আয়ারল্যান্ডে আসেন। তার চার ছেলে ও এক মেয়ে আয়ারল্যান্ডে বসবাস করেন। এক ছেলে কোরানে হাফেজ।

গত ২৫ শে জানুয়ারি রোজ সোমবার তাকে দাফন করা হয়।

আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করি এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি।

Facebook Comments Box