ওয়েক্সফোর্ডে বাড়িতে ঢুকে তিন মুখোশধারীর ডাকাতি

0
701

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ০৮.৩০ তার দিকে ওয়েক্সফোর্ডের এক বাড়িতে ঢুকে অস্রের মুখে টাকা দাবি করে। এরপর ডাকাতরা টাকাপয়সা যা পেয়েছে তা নিয়েই সটকে পড়েছে।

ক্ষয়ক্ষতির মধ্যে কিছু টাকা এবং জিনিসপত্র ছিল, তবে কেউ শারীরিকভাবে ক্ষতিগ্রস্থ হয়নি।

ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে গার্ডা সাক্ষী কেউ আছে কিনা তার জন্য খোঁজ নিচ্ছে। সবাইকে অনুরোধ জানানো হচ্ছে যদি কেউ ঘটনার প্রত্যক্ষদর্শী থেকে থাকে তারা যেন গার্ডার সাথে যোগাযোগ করেন।

তথ্য প্রদানের জন্য যে কেউ গার্ডার সাথে যোগাযোগ করতে পারে। সে জন্য গার্ডা যোগাযোগ নাম্বার প্রদান করেন। নাম্বার গুলো হচ্ছে 053 94 30690 এবং 1800 666 111 (গোপন নাম্বার)। প্রত্যক্ষদর্শীরা চাইলে যেকোন গার্ডা ষ্টেশনেও যোগাযোগ করতে পারেন।

Facebook Comments Box