এবার সৌদিতে প্রথম সব নারী ক্রু নিয়ে উড়ল বিমান

0
371

সৌদি আরবের ইতিহাসে এই প্রথম সব নারী ক্রু নিয়ে একটি ফ্লাইট পরিচালনা করেছে সৌদি এয়ারলাইন। রক্ষণশীল দেশটিতে ঘটনাকে নারীর ক্ষমতায়নের মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় সময় গতকাল শনিবার দেশটির কর্মকর্তারা কথাজানিয়েছেন।

সৌদি আরবে স্বল্প মূল্যের এয়ারলাইন ফ্লাইডেল ওই ফ্লাইট পরিচালনা করে। শুক্রবার এয়ারলাইনটির অফিসিয়াল টুইটারঅ্যাকাউন্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে বলা হয়, সৌদি এয়ারলাইন এর ফ্লাইট ১১৭ গতকাল (১৯ মে) রাজধানীরিয়াদ থেকে জেদ্দার উদ্দেশে রওনা হয়। যা পরিচালনায় সবাই ছিলেন নারী। আর তাদের মধ্যে বেশির ভাগই সৌদি নারী, যারাআরব আমিরাতে এয়ারবাস এ৩২০ উড়ান। ক্রুদের মধ্যে ফার্স্ট অফিসার সৌদি নারী। তবে ফ্লাইটটির ক্যাপ্টেনের দায়িত্বে ছিলেনবিদেশি একজন নারী। খবর সিয়াসাত টাইমস।

সম্প্রতি সৌদি নারী পাইলটের সংখ্যা বেড়েছে। হানাদি জাকারিয়া আলহিন্দি, সৌদি বাণিজ্যিক পাইলট লাইসেন্স নিয়ে বিমানচালানো প্রথম মহিলা পাইলট, রাওয়াইয়া আলরিফি প্রথম ব্যক্তি যিনি সংযুক্ত আরব আমিরাত থেকে একটি বেসামরিক বিমানহিসাবে আন্তর্জাতিকভাবে একটি এয়ারবাস এ৩২০ উড়ান এবং কোপাইলট ইয়াসমিন আলমাইমানি, যিনি কিংডমে একটিবাণিজ্যিক বিমানের সহপাইলট প্রথম মহিলা ছিলেন।

সৌদি আরবের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ সাম্প্রতিক বছরগুলোতে উড়োজাহাজ পরিচালনায় নারীদের ভূমিকা আরওজোরালো করার কথা বলেছে। ২০১৯ সালে ফ্লাইডেল কর্তৃপক্ষ ঘোষণা দেয়, এটিই প্রথম ফ্লাইট যেখানে একজন সৌদি নারী কোপাইলট হিসেবে দায়িত্ব পালন করেছেন। সৌদি কর্মকর্তারা অ্যাভিয়েশন খাতের উন্নয়নের চেষ্টা চালাচ্ছেন। যাতে দেশটি বৈশ্বিকভ্রমণের কেন্দ্রে পরিণত হয়।

সৌদি আরবের সিভিল অ্যাভিয়েশন ২০৩০ সালের মধ্যে বছরে ৩৩ কোটি যাত্রীর যাত্রা নিশ্চিত করতে চায়। সময়ের মধ্যেবিমান খাতে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে সৌদি অ্যাভিয়েশনের। ছাড়া রিয়াদে মেগা বিমানবন্দরনির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রতিবছর ৫০ লাখ টন কার্গো স্থানান্তরের পরিকল্পনা রয়েছে সৌদি অ্যাভিয়েশনের।

তবে সৌদিভিত্তিক এয়ারলাইনসগুলো এমিরেটস কাতার এয়ারওয়েজের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে কি না, তানিয়ে শিল্প বিশ্লেষকদের আশঙ্কা রয়েছে।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গাড়ি চালনায় নারীদের নিষেধাজ্ঞা প্রত্যাহার, পুরুষ অভিভাবক ছাড়াবাইরে বের হওয়াসহ বিভিন্ন বিধিনিষেধ তুলে নিয়েছেন।

সূত্র আরব নিউজ, এএফপি

Facebook Comments Box