একটি শোক সংবাদ

0
1063

একটি শোক সংবাদ:

আয়ারল‌্যান্ডের Dublin শহরের Drumcondra এলাকার নিবাসী “আকরাম হোসেন” গতকাল রবিবার ৪ঠা এপ্রিল ২০২১ সকাল বেলা উনার কর্মস্থল “ Centra Drumcondra Branch” (Drumcondra Station সংলগ্ন) এ কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পরলে, এম্বুল্যান্স ডাকা হয় এবং একপর্যায় প্যারামেডিকরা তাকে মৃত বলে ঘোষণা দেয়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃতের মরদেহ Mountjoy Street Garda Station এর তত্ত্বাবধানে Mater হসপিটালে নিয়ে যাওয়া হয়।
ধারনা করা হচ্ছে উনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরন করেছেন। হসপিটাল কতৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে উনারা জানান মৃত্যু সম্পর্কে বিস্তারিত আগামী মঙ্গলবার ময়নাতদন্তের পর জানা যাবে।

আকরাম হোসেন, একদা আয়ারল্যান্ড প্রবাসী অনেকের পরিচিত আব্দুল্লাহ ভাইয়ের ছোট ভাই। দেশে উনার এক ছেলে, বউ , মা এবং এক বোন রয়েছেন। উনারা ঢাকার মিরপুরে বসবাসরত আছেন।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

মৃত “আকরাম হোসেন” এর পরিবারের অনুরোধে উনার দাফন-কাফন এবং মরদেহ দেশে পাঠানোর বিষয়ে আলোচনা করা হচ্ছে। এই সংক্রান্ত সকল তথ্য অচিরেই সকলকে বিস্তারিত অবহিত করা হবে।

Facebook Comments Box