ইতালিতে এক বাংলাদেশির গলাকাটা লাশ উদ্ধার

0
904
italy bangladeshi

ইতালিতে এক বাংলাদেশির গলাকাটা লাশ উদ্ধার


 

ইতালির তুরিনো শহরে মোহাম্মদ ইব্রাহিম (২৫) নামে এক বাংলাদেশির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে তুরিনোর করসো ফ্রান্সিয়া রোডে একটি ভবনের তৃতীয় তলা থেকে ওই বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, ঘটনার দিন ইব্রাহিমের এক রুমমেট কাজ শেষে বাসায় ফিরে এসে মেজেতে পড়ে থাকা লাশটি দেখে থানায় ফোন দিলে পুলিশ এসে তা লাশ উদ্ধার করে। ঘটনার দিন বাসায় কেউ ছিল না।

রুমমেটরা কাজে চলে যান। ওই দিন ইব্রাহিমের ছুটি ছিল। এই ফাঁকে দুর্বৃত্তরা হত্যা করে পালিয়ে যায়।

পুলিশের ধারণা, ডাকাতির উদ্দেশ্যে স্থানীয় সময় সন্ধ্যা ৭টার পর এ হত্যাকাণ্ড হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

ইব্রাহিম তুরিনোর একটি রেস্টুরেন্টে কাজ করতেন। তার গ্রামের বাড়ি কোথায় জানা যায়নি।

Facebook Comments Box