আয়ারল‌্যা‌ন্ডে পরমাণু হামলার ক্ষয়ক্ষ‌তি!

0
618

আয়ারল‌্যা‌ন্ডে পরমাণু হামলার ক্ষয়ক্ষ‌তি!

টোপোল (SS-25) পারমাণবিক বোমা ডাবলিনে আঘাত হান‌লে কী ক্ষয়ক্ষ‌তি হ‌বে তার এক‌টি প‌রিসংখ‌্যান দি‌য়ে‌ছেন বি‌শিষ্ট ইউ‌ক্রেনিয়ান পরমাণুবিদ অ্যালেক্স ওয়েলারস্টেইন।

তি‌নি ম‌নে ক‌রেন এই বোমার বি‌স্ফোরণে ৮০০ কি‌ঃমিঃ পর্যন্ত এলাকায় এর প্রভাব পড়‌বে। এর আঘাতে প্রায় ৩৩৭,৭০০ জনের মত মানু‌ষের জীবন যা‌বে এবং ৪৮২,২৫০ জ‌নের মত মানুষ আহত হ‌বেন য‌দি এ‌টি ডাব‌লি‌নে আঘাত হা‌নে।

এই বিশাল জার বোমা – এখন পর্যন্ত ডিজাইন করা পৃ‌থিবীর ই‌তিহা‌সে সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র । এর প্রভাবে আয়ারল্যান্ডের পূর্ব উপকূলের বেশিরভাগ অংশ ধ্বংস হ‌য়ে যা‌বে। বি‌স্ফোর‌ণের ধ্বংসযজ্ঞে অনুমানিক ১,০৯৬,৯৭০ জন প্রাণ হারা‌বে, এবং ৬১১,৭৯০ জন আহত হবে।

উত্ত‌রে কাউ‌ন্ট্রি ডাউন,কাউ‌ন্ট্রি ওয়েক্সফোর্ড,দক্ষিণে কাউ‌ন্টি অফালি এবং কাউ‌ন্ট্রি লংফোর্ডের মতো অঞ্চলগু‌লো‌তে বি‌স্ফোর‌ণের শ‌ক্তিশালী প্রভাব পড়‌বে।
উক্ত ত‌থ্যে বলা হ‌য়ে‌ছে ৬ কিলোমিটারের মধ্যে সব‌কিছু
ভস্মীভূত হ‌য়ে যা‌বে।

এর বিধ্বংসী ক্ষমতা কতঠুকু হ‌তে পা‌রে,জে‌নে নেওয়া যাকঃ

#বিস্ফোরণের ৩২ কিলোমিটারের মধ্যের অঞ্চলগুলো যেমন– বালব্রিগগান, নাস এবং গ্রেস্টোনস সহ – বেশিরভাগ আবাসিক এলাকার ভবন ধসে পড়‌বে। এবং এর আঘাতে ব্যাপক প্রাণহানি ঘট‌বে।

#বিস্ফোরণের ৭৩ কিমি দূরের অঞ্চলগুলো – যেমন কিংসকোর্ট, পোর্ট আর্লিংটন এবং গোরি – তৃতীয় ডিগ্রি ক্ষয়ক্ষ‌তি হ‌বে।

#বিস্ফোরণের ৯১ কিলোম‌টিা‌রের মধ্যে অঞ্চলগুলো যেমন – নিউরি, টুলামোর এবং ফার্নের মতো এলাকার মানু‌ষেরা আহত হবেন। ত‌থ্যে বলা হ‌য়ে‌ছে যে, উক্ত অঞ্চলগুলোতে শ‌ক্তিশালী বি‌স্ফোর‌ণের আঘাতে কাঁ‌চের জানালাগুলো ভেঙে যাওয়ার ফ‌লে আশেপাশের মানু‌ষের জন‌্য মারাত্মক আঘাতের কারণ হতে পারে।

এই অঞ্চলগুলো বা‌হি‌রে যাঁরা আছেন, তাঁরা অ‌নেকটা
নিরাপদ।

বর্তমা‌নে আমেরিকার কা‌ছে ৪,০১৮‌টি , যুক্তরাজ্যের ২২৫‌টি টি এবং রা‌শিয়ার কা‌ছে ৬,২৫৭‌টি পরমাণু অস্ত্র র‌য়ে‌ছে। ।ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ পারমাণবিক অস্ত্রের তথ‌্য (ICANW) অনুসারে, য‌দি বিশ্বের মওজুত পারমাণু অস্ত্রের ১% বব‌্যহার করা হয়, তাহ‌লে এই বিশ্ব ‌বিরাণ ভূ‌মি‌তে প‌রিনত হ‌বে। এবং প্রায় দুই বিলিয়ন মানুষ পারমাণবিক দুর্ভিক্ষের অনাহারে পড়তে পারে। পরমাণু হামলার ক্ষয়ক্ষ‌তি!

টোপোল (SS-25) পারমাণবিক বোমা ডাবলিনে আঘাত হান‌লে কী ক্ষয়ক্ষ‌তি হ‌বে তার এক‌টি প‌রিসংখ‌্যান দি‌য়ে‌ছেন বি‌শিষ্ট ইউ‌ক্রেনিয়ান পরমাণুবিদ অ্যালেক্স ওয়েলারস্টেইন।

তি‌নি ম‌নে ক‌রেন এই বোমার বি‌স্ফোরণে ৮০০ কি‌ঃমিঃ পর্যন্ত এলাকায় এর প্রভাব পড়‌বে। এর আঘাতে প্রায় ৩৩৭,৭০০ জনের মত মানু‌ষের জীবন যা‌বে এবং ৪৮২,২৫০ জ‌নের মত মানুষ আহত হ‌বেন য‌দি এ‌টি ডাব‌লি‌নে আঘাত হা‌নে।

এই বিশাল জার বোমা – এখন পর্যন্ত ডিজাইন করা পৃ‌থিবীর ই‌তিহা‌সে সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র । এর প্রভাবে আয়ারল্যান্ডের পূর্ব উপকূলের বেশিরভাগ অংশ ধ্বংস হ‌য়ে যা‌বে। বি‌স্ফোর‌ণের ধ্বংসযজ্ঞে অনুমানিক ১,০৯৬,৯৭০ জন প্রাণ হারা‌বে, এবং ৬১১,৭৯০ জন আহত হবে।

উত্ত‌রে কাউ‌ন্ট্রি ডাউন,কাউ‌ন্ট্রি ওয়েক্সফোর্ড,দক্ষিণে কাউ‌ন্টি অফালি এবং কাউ‌ন্ট্রি লংফোর্ডের মতো অঞ্চলগু‌লো‌তে বি‌স্ফোর‌ণের শ‌ক্তিশালী প্রভাব পড়‌বে।
উক্ত ত‌থ্যে বলা হ‌য়ে‌ছে ৬ কিলোমিটারের মধ্যে সব‌কিছু
ভস্মীভূত হ‌য়ে যা‌বে।

এর বিধ্বংসী ক্ষমতা কতঠুকু হ‌তে পা‌রে,জে‌নে নেওয়া যাকঃ

#বিস্ফোরণের ৩২ কিলোমিটারের মধ্যের অঞ্চলগুলো যেমন– বালব্রিগগান, নাস এবং গ্রেস্টোনস সহ – বেশিরভাগ আবাসিক এলাকার ভবন ধসে পড়‌বে। এবং এর আঘাতে ব্যাপক প্রাণহানি ঘট‌বে।

#বিস্ফোরণের ৭৩ কিমি দূরের অঞ্চলগুলো – যেমন কিংসকোর্ট, পোর্ট আর্লিংটন এবং গোরি – তৃতীয় ডিগ্রি ক্ষয়ক্ষ‌তি হ‌বে।

#বিস্ফোরণের ৯১ কিলোম‌টিা‌রের মধ্যে অঞ্চলগুলো যেমন – নিউরি, টুলামোর এবং ফার্নের মতো এলাকার মানু‌ষেরা আহত হবেন। ত‌থ্যে বলা হ‌য়ে‌ছে যে, উক্ত অঞ্চলগুলোতে শ‌ক্তিশালী বি‌স্ফোর‌ণের আঘাতে কাঁ‌চের জানালাগুলো ভেঙে যাওয়ার ফ‌লে আশেপাশের মানু‌ষের জন‌্য মারাত্মক আঘাতের কারণ হতে পারে।

এই অঞ্চলগুলো বা‌হি‌রে যাঁরা আছেন, তাঁরা অ‌নেকটা
নিরাপদ।

বর্তমা‌নে আমেরিকার কা‌ছে ৪,০১৮‌টি , যুক্তরাজ্যের ২২৫‌টি টি এবং রা‌শিয়ার কা‌ছে ৬,২৫৭‌টি পরমাণু অস্ত্র র‌য়ে‌ছে। ।ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ পারমাণবিক অস্ত্রের তথ‌্য (ICANW) অনুসারে, য‌দি বিশ্বের মওজুত পারমাণু অস্ত্রের ১% বব‌্যহার করা হয়, তাহ‌লে এই বিশ্ব ‌বিরাণ ভূ‌মি‌তে প‌রিনত হ‌বে। এবং প্রায় দুই বিলিয়ন মানুষ পারমাণবিক দুর্ভিক্ষের অনাহারে পড়তে পারে।

প্রবন্ধটি লিখেছেন: সৈয়দ আতিকুর রব
পোর্টলিস

Facebook Comments Box