আয়ারল্যান্ডে বিমান বন্দর দিয়ে প্রবেশের জন্য বিমান যাত্রীদের আর নেগেটিভ কোভিড পরীক্ষার প্রয়োজন হবে না।
গতকাল মন্ত্রিসভা এক প্রজ্ঞাপনে স্বাক্ষর করার পর আকাশ পথে ভ্রমণের পর আয়ারল্যান্ডে প্রবেশ করতে বিমানের যাত্রীদের নেগেটিব টেষ্টের বাধ্যবাদকতা আর থাকছে না।
এতে বুঝা যাচ্ছে যে, সরকার নেগেটিভ অ্যান্টিজেন বা PCR পরীক্ষার প্রয়োজনীয়তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যদিও এই ব্যবস্থাটি করা হয়েছিল ওমিক্রন ভাইরাস ছড়ানো নিয়ন্ত্রনে রাখার জন্য।
অতএব, সরকারী বিভিন্ন সূত্রগুলি ইঙ্গিত করেছে যে এটির আর প্রয়োজনীয় নয় কারণ ওমিক্রন এখন সংক্রামনের সমস্ত ক্ষেত্রে ৯৫% এরও বেশি দায়ী।
তবে পূর্ববর্তী নিয়ম অনুসারে সমুদ্র বা আকাশপথে দেশে ভ্রমণকারী যাত্রীদের তাদের ইইউ ডিজিটাল কোভিড সার্টিফিকেট দেখাতে হবে।
চিফ মেডিকেল অফিসার ডাঃ টনি হোলোহানের পরামর্শে গতকাল সকালে মন্ত্রিপরিষদ মন্ত্রীদের কাছে এই নিয়ম পরিবর্তন আনা হচ্ছে।
তথ্সুত্র:
https://www.independent.ie/irish-news/politics/passengers-will-no-longer-need-a-negative-covid-test-to-enter-the-country-41210723.html