আয়ারল্যান্ডে লকডাউন খোলার পরিপূর্ণ রোডম্যাপ

0
902

আগামী ১০ মে থেকে কোভিড রেস্ট্রিকশন অনেকটা খুলতে পারে। তারই পরিপূর্ণ গাইডলাইন দিয়েছে প্রধানমন্ত্রী মিহল মার্টিন। আগামী দুই মাসব্যাপী কয়েকটি ধাপে লকডাউন খুলতে যাচ্ছে। সম্পূর্ণ রোডম্যাপ এখানে দেয়া হল।

প্রথম ধাপ – মে

৪ মে থেকেঃ

কিছু কন্সট্রাকশন কার্যক্রম চালু রয়েছে। ৪ মে থেকে বাকিগুলো চালু হবে।

১০ মে থেকেঃ

ভ্রমণঃ আন্তঃকাউন্টি ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। সারাদেশে ভ্রমণ করা যাবে।
সামাজিক মেলামেশাঃ সর্বোচ্চ তিন বাসার মানুষ অথবা ছয়জন বাহিরে বা বাসার বাগানে দেখা করতে পারবে। ১২ বছর বা তার নিছের ছেলেমেয়ে বিবেচনায় আসবেনা।
সম্মিলিত গ্যাদারিংঃ বাহিরে সর্বোচ্চ ১৫ জন একসাথে জড়ো হতে পারবে।
ভ্যাকসিন বোনাসঃ সম্পুর্ন ভ্যাক্সিনেটেড ব্যক্তিরা মাস্ক ছাড়াই ইনডোরে অন্য তিন সম্পুর্ন ভ্যাক্সিনেটেড পরিবারের সাথে দেখা করতে পারবে অথবা একজন সম্পুর্ন ভ্যাক্সিনেটেডবিহীন ব্যক্তির সাথে দেখা করতে পারবে যদিনা সে বেশি অসুস্থ না থাকে।
খেলাধুলাঃ খেলাধুলা ও ট্রেইনিং গ্রাউন্ডে সর্বোচ্চ ১৫ জন এর অনুমতি থাকবে।
দোকানপাটঃ নন-অ্যাসেনশিয়াল রিটেইলের ক্লিক & কালেক্ট খোলা থাকবে ও আউটডোরের রিটেইল খোলা থাকবে।
সার্ভিস ব্যবসাঃ বিউটি পার্লার, সেলুন ইত্যাদি অ্যাপয়েন্টমেন্ট এর ভিত্তিতে খোলা যাবে।
ভ্রমণ গন্তব্যস্থলঃ মিউজিয়াম, গ্যালারি ও অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান খোলা হতে পারে।
ধর্মীয় উপাসনালয়ঃ ধর্মীয় উপাসনালয়গুলো খোলা হতে পারে শুধুমাত্র কমিনিউন ব্যাতিত।
শেষকৃত্যঃ ফিউনারেল সার্ভিসে সর্বোচ্চ ৫০ জন জড়ো হতে পারবে।
বিবাহ অনুষ্ঠানঃ বিবাহ অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জন জড়ো হতে পারবে। সেক্ষেত্রে সিভিল ও ধর্মীয় অনুষ্ঠানেই ৫০ জন। কিন্তু ইনডোর রিসেপশনে ৬ এবং আউটডোর অনুষ্ঠানে ১৫ জন থাকতে পারবে।
যানবাহনঃ পাবলিক বাহনে ৫০% বর্ধিত যাত্রী পরিবহন করা যাবে।

দ্বিতীয় ধাপ – জুন

২ জুন থেকে

হোটেল, বিএনবি, গেস্ট হাউজ, সেলফ কেটারিং খোলা হতে পারে। কিন্তু বার এবং রেস্টুরেন্ট কেবলমাত্র রাত্রিযাপিত অতিথিদের জন্য সীমাবদ্ধ থাকবে।

৭ জুন থেকে

হসপিটালিটিঃ বার ও রেস্টুরেন্ট সবার জন্য উন্মুক্ত হতে পারে।
খেলাধুলাঃ সকল ধরনের খেলাধুলা ম্যাচ চালু হতে পারে। সুইমিং, জিম ব্যক্তিগত ট্রেইনিং এর জন্য চালু হতে পারে।
বিবাহ অনুষ্ঠানঃ রিসেপশন গেস্ট ২৫ জনে উন্নীত হতে পারে।
সামাজিক মেলামেশাঃ ইনডোর গ্যাদারিং এর জন্য অন্য বাসায় এক বাসার লোকজনের ভ্রমণ অনুমতি মিলতে পারে।

তৃতীয় ধাপ – জুলাই-আগস্ট

জুলাই এবং আগস্টে বাকি হাই রিস্ক অ্যাাক্টিভিটি অবস্থা সাপেক্ষে খুলতে পারে।
Facebook Comments Box