আয়ারল্যান্ডে প্রথম বাংলা রেডিও স্টেশন, আইরিশ বাংলা এফএম

0
759
Irish Bangla Times Archive
Irish Bangla Times Archive

আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে, ইউসুফ মনি তত্ত্বাবধানে আয়ারল্যান্ডে প্রথম বাংলাদেশী অনলাইনে বাঙলা রেডিও স্টেশন চালু হতে যাচ্ছে খুব শীঘ্রই। রেডিও স্টেশনটির নাম আইরিশ বাংলা এফএম। এটি প্রথম দিকে ওয়েবসাইট ও এপ ভিত্তিক হবে। এর ওয়েব সাইটের ডেভেলপমেন্টের কার্যক্রম চলছে। আপনারা ২৪/৭ এই স্টেশন থেকে লাইভ সম্প্রচার শুনতে পাবেন। এই রেডিও স্ট্রেশনের মাধ্যমে বাংলাদেশি কৃষ্টিকালচার আয়ারল্যান্ডের প্রবাসীদের মাঝে তুলে ধরতে পারবেন বলে তারা আশাবাদী।

অফিশিয়াল ওপেনিং এর সময় সূচী শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। সকলকে সাথে থাকার জন্য আহবান জানিয়েছেন। ওয়েব সাইটের ঠিকানা www.irishbanglafm.com

Facebook Comments Box