আয়ারল্যান্ডে পাসপোর্ট সেবা প্রদান ১১ ও ১২ ডিসেম্বর ২০২১

0
673

আইরিশ বাংলা টাইমস, নিউজ ডেস্ক:

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লন্ডনস্থ বাংলাদেশী হাইকমিশনের কর্মকর্তাগন আয়ারল‌্যান্ড প্রবাসী বাংলাদেশী জনগনকে পাসপোর্ট সংক্রান্ত সকল সেবা প্রদানের জন‌্য আগামী ১১ ও ১২ ডিসেম্বর রোজ শনিবার ও রবিবার আয়ারল্যান্ডে পাসপোর্ট সেবা প্রদান করবেন। উক্ত সময়ে সকল বাংলাদেশী জনগনকে উপস্থিত থেকে সকল পাসপোর্ট বিষয়ক সমস্যার সেবা গ্রহন করার জন্য অনুরোধ করা হয়েছে।

তারিখ : ১১ ও ১২ ই ডিসেম্বর – ২০২১
শনিবার সময়:- সকাল ১০ টা – বিকাল ৫ টা
রবিবার সময়:- সকাল ১০ টা – বিকাল ৩ টা
স্থান: 81 Lower Gardiner Street,
Dublin-1, Ireland

আয়োজকদের পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে :

১. অবশ‌্যই পাসপোর্ট সার্জারী স্থলে কোভিড-১৯ বিধি নিষেধ মেনে চলতে হবে।

২. পাসপোর্ট সংক্রান্ত সকল ফর্ম বাড়ি থেকে পূরণ করে নিয়ে আসতে হবে।

৩. অনুষ্ঠানস্থলের সামনে অযথা ভিড় করা যাবে না।

৪. প্রতিবার সর্বোচ্চ দশ জনকে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হবে।

৫.No Mask No Service

আয়ারল্যান্ডের বাংলাদেশী জনগনের পাসপোর্ট সমস্যার সমাধানের জন্য ডাবলিন আওয়ামীলীগের নেতৃবৃন্দের সহযোগীতায় লন্ডনস্থ বাংলাদেশী হাইকমিশন আগামী ১১ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর তারিখ পর্যন্ত আয়ারল্যান্ডে পাসপোর্ট সেবা প্রদান করবেন।

Requirements:

For No Visa Required (NVR)Requirement:

1. Filled in ‘No Visa Required’ form.
2. One photograph.
3. Photocopy of Irish Passport
(name page).
4. Bangladeshi passport with
photocopy (page 1-3)
or
Old Irish/Foreign passport with ‘NVR’ seal along
with a photocopy of the name and NVR page.

For First NVR for Child:

1. Filled in ‘No Visa Required’ form.
2. One photograph.
3. Child’s Birth Certificate with
parents’ name appearing
on the certificate along
with photocopy.

4. Parents’ Bangladeshi passport or
Irish passport with ‘NVR’ along with photocopy.

For Spouse of Bangladeshi National:

1. Filled in ‘No Visa Required’ form.
2. One photograph.
3. Marriage certificate.
4. Bangladeshi Passport or Irish
passport of the spouse with
‘NVR’ along with a photocopy.

For Power of AttorneyRequirement:

1. Valid Bangladeshi passport/valid
Irish Passport with NVR seal.
2. One photograph of each person
(those who are giving and those
who are receiving the power).

3. Physically presence of all
persons(those who are giving
power-of-attorney)for signing
in front of the High Commission
officials.

For Attestation Requirement:

1. Documents originated in Bangladesh
must be attested by the
Ministry of Foreign Affairs,
Dhaka.

2. For the attestation of a
photocopy of an original
the document, the applicant should
submit the photocopy along
with the original document.

3. For attestation of signature,
the applicant must come in person
with a valid passport and a passport
size photograph. The applicant
needs to sign in a prescribed
form in front of the consular
officer.

Work-Type & Price

MRP-সাধারণ £92
MRP-ছাত্র £30
NVR £46
Power of Attorney £40
Attestation £7
Birth-Registration £4
Travel Permit £25
Return Postal Charge Cash €15

নিয়মাবলী (২৬/১১/২০২১):

১) যারা নতুন মেশিন রিডেবেল পাসপোর্ট করতে ইচ্ছুক তাদেরকে MRP Application ও Birth Registration ফর্ম দুইটি পূরণ করে ও আনুষাঙ্গিক কাগজপত্র নিয়ে ১১ অথবা ১২ তারিখ পাসপোর্ট সার্জারীস্থলে আসতে হবে।

২) গাইড-লাইন মোতাবেক অবশ্যই আপনাকে এই দুইটি ফর্ম পূরণ করতে হবে। যাদের আগের ১৭ ডিজিটের Birth Certificate আছে তাদের ক্ষেত্রে নতুন করে Birth Registration পূরণ করে পাঠানোর প্রয়োজন নেই। শুধু MRP Application Form পূরণ করে পাঠালেই চলবে। অন্যথায় Birth Registration লাগবে

৩)যারা এই মুহুর্তে ফর্ম গুলো পূরণ করতে পারছেন না। তারা ফর্ম গুলো Download করে, কালো কালি দ্বারা হাতে লিখে (অল ক্যাপিটাল লেটার) পূরণ করে ও আনুষাঙ্গিক কাগজপত্র নিয়ে পাসপোর্ট সার্জারীস্থলে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে ।

৪) যারা এই ফর্ম পূরণে কোনো সমস্যার সম্মুখীন হবেন তারা অবশ্যই বাংলাদেশ হাইকমিশন অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন।

৫) নিন্ম লিখিত লিঙ্কে আপনারা গাইডলাইন সহ মোট ৯টি ফাইল পাবেন। অনুগ্রহপূর্বক ৯টি ফাইল Download করে নেবেন।

৬) পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় ফিস শুধুমাত্র ক্রেডিট /ডেবিট কার্ডের মাধ্যমে প্রদান করা যাবে। কোনো ধরণের ব্যাংক ড্রাফট অথবা পোস্টাল অর্ডার গ্রহণ করা হবে না।

৭) শুধুমাত্র রিটার্ন পোস্টের জন্য এনভেলপ ও ১৫ ইউরো ক্যাশ সঙ্গে নিয়ে আসবেন।

তারিখ : ১১ ও ১২ ই ডিসেম্বর – ২০২১
শনিবার সময়:- সকাল ১০ টা – বিকাল ৫ টা
রবিবার সময়:- সকাল ১০ টা – বিকাল ৩ টা
স্থান: 81 Lower Gardiner Street,
Dublin-1, Ireland

যোগাযোগ: মোঃ ফিরোজ 0863623111, জসিম উদ্দিন 0858511252, ইকবাল আহমেদ লিটন 0877062115, রিয়াজ খন্দকার 0867758970, মুন্না 0876345343, শাহাদত হোসেন 0863477325, বাবলু 0899504380, দিলদার হোসেন 0894477923, সমীর কুমার 0861793158, রবিন 0894993028, কাজী কবীর 0862394246, এ আর নয়ন 0863444198, দিপু ফিরোজ 0863465302, লিংকন 0877923156, সৈয়দ রাব্বি 0892113250

দয়া করে পাসপোর্ট সার্জারীস্থলে কোভিড বিধি মেনে চলতে হবে। আপনাদের পাসপোর্ট সংক্রান্ত সকল ফর্ম বাড়ি থেকে পূরণ করে নিয়ে আসুন। অনুষ্ঠানস্থলের সামনে অযথা ভিড় করা যাবে না। প্রতিবার সর্বোচ্চ দশ জনকে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হবে-No Mask No Service

আরও বিস্তারিত জানতে নিচের লিঙ্কটিতে চাপুন:
https://dublinawamileague.org/index.php/news/136-passport-surgery-dec-2021

Facebook Comments Box