আয়ারল্যান্ডের শিক্ষা ব্যবস্থায় Transition Year (TY) এবং এর ভালো-মন্দ

0
1861
Transition_Year
Transition_Year

আয়ারল্যান্ডের শিক্ষা ব্যবস্থায় Transition Year (TY) এবং এর ভালো-মন্দ


 

আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশী পিতামাতাদের নিকট Transition Year বা TY একটি সম্পুর্ন নতুন বিষয়। যার ফলে এই বিষয়টি সম্পর্কে অনেকের ভালো ধারণা না থাকাটাই স্বাভাবিক। Transition Year কোনো কোনো ছেলেমেয়ের জন্য খুব ভালো। আর কোনো কোনো ছেলেমেয়ের জন্য এর ফল আবার মন্দ। এখানে আমি TY কি এবং এর ভালো বা মন্দ দিকগুলোই বা কি তা নিয়ে একটু আলোচনার চেষ্টা করবো। আশা করি এই লেখাটি বাংলাদেশী পিতামাতাদের তাদের সন্তানদের TY দেবার ক্ষেত্রে কিছুটা হলেও সাহায্য করবে।

TY কি?

TY বা Transition Year হলো আয়ারল্যান্ডের মাধ্যমিক স্কুলের ফোর্থ ইয়ার। অর্থাৎ জুনিয়র সার্ট পরীক্ষার পরবর্তী এক বছর। কোনো কোনো স্কুলে এটা বাধ্যতামূলক। আবার কোথাও কোথাও এটা ঐচ্ছিক।

TY এর উদ্দেশ্য কি?

১। ভবিষ্যতের উন্নত শিক্ষা জীবন গঠনে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত হওয়া।
২। বাস্তব জীবন গঠন উপযোগী বিভিন্ন কার্যক্রমের অভিজ্ঞতা অর্জন করা।
৩। জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আরও জ্ঞান অর্জন।
৪। সর্বোপরি নিজের যোগ্যতাকে বুঝতে পারা।

TY তে কি করানো হয়?

এক্ষেত্রে প্রত্যেক স্কুলের নিজস্ব কর্মসূচী থাকে। তবে সাধারনভাবে নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করা যায়।

• স্বাভাবিক নিয়মে নিয়মিত স্কুলে যেতে হয়।
• কেবলমাত্র কিছু মৌলিক বিষয় পড়ানো হয়। যেমন, আইরিশ, ইংলিশ, ফ্রেঞ্চ, গনিত, বিজ্ঞান। তবে তা মূলত রিভিশনেই সীমাবদ্ধ থাকে।
• বিভিন্ন রকম প্রোজেক্ট করানো হয়।
• বিভিন্ন আইন ও অধিকার, সুরক্ষা, মানসিক স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে ওয়ার্কশপ আদলে তথ্যদান করা হয়।
• নিজের পছন্দ অনুযায়ী জব ইন্টার্নশীপ করতে হয়।
• বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং ইনফরমেশন সেশনে অংশগ্রহণ।
• দেশের ভিতরে বা বিদেশে কয়েকদিনের ভ্রমণ থাকতে পারে।
• বিভিন্ন দর্শনীয় স্থানে আনন্দ ভ্রমণ।
• ড্রাইভিং শেখা, ইভেন্ট আয়োজন করা। ইত্যাদি, ইত্যাদি।

কোন ছেলেমেয়েদের জন্য TY ভালো হতে পারে?

১। যারা লেখাপড়ায় একটু দুর্বল, বিশেষত ইংলিশ বা গনিতে, তারা TY সময়টাকে ব্যবহার করে পড়াশোনার ভিত্তি মজবুত করতে পারে।
২। যাদের বয়স কিছুটা কম কিংবা বয়সের তুলনায় ম্যাচুরিটি আসে নাই।
৩। যারা পড়াশোনার বাইরে কোনো প্রজেক্ট করতে চায়।
৪। যারা মনস্থির করতে পারে নাই ভবিষ্যতে কোন বিষয়ে পড়বে। এসব ছেলেমেয়েরা জব ইন্টার্নশীপ কিংবা বিশ্ববিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে বুঝতে পারে তাদের আগ্রহের বিষয় সম্পর্কে।
৫। যাদের স্কুলে TY এর ভালো পরিকল্পনা ও ব্যবস্থাপনা আছে।

কোন ছেলেমেয়েদের জন্য TY মন্দ হতে পারে?

১। যাদের পড়াশোনার বাইরে কোন নির্দিষ্ট বিষয়ে বিশেষ আগ্রহ নাই।
২। যাদের কোনো প্রজেক্ট আইডিয়া বা অন্য কোনো ভালো কর্ম পরিকল্পনা নাই।
৩। যারা পড়াশোনায় একবার গতি কমে গেলে আগ্রহ হারিয়ে ফেলে।
৪। যারা খণ্ডকালীন চাকরি করতে গিয়ে পড়াশোনার আগ্রহ হারিয়ে ফেলে।
৫। যাদের স্কুলে TY এর ভালো পরিকল্পনা ও ব্যবস্থাপনা নাই।

আমার দুই সন্তানের জন্ম ও বেড়ে উঠা এই দেশে। সুতরাং এই লেখাটি মূলত আমার অভিজ্ঞতার আলোকে লেখা। অন্য সবার সাথে আমার মতামতের ভিন্নতা থাকতেই পারে। সবশেষে আয়ারল্যান্ডের পরবর্তী প্রজন্মের বাংলাদেশী সন্তানেরা সমাজের প্রতিটি ক্ষেত্রে আরও কৃতিত্বের স্বাক্ষর রাখুক, আমি সেই শুভকামনা ও সাফল্য প্রত্যাশা করি।

এস, এম, মাহফুজুল হক
ডাবলিন
১৩ই ফেব্রুয়ারী, ২০২১

Facebook Comments Box