আয়ারল্যান্ডের ও নর্দার্ন আয়ারল্যান্ডের লিভিং ও জুনিয়র সার্টিফিকেট (২০২০) শিক্ষার্থীদের প্রতি আহবান

0
1217
লিভিং ও জুনিয়র সার্টিফিকেট
Irish Bangla Times

আয়ারল্যান্ডের ও নর্দার্ন আয়ারল্যান্ডের লিভিং ও জুনিয়র সার্টিফিকেট (২০২০) শিক্ষার্থীদের প্রতি আহবান

আসসালামু আলাইকুম,

সম্মানিত আয়ারল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশী ভাই ও বোনেরা, আমাদের জানা তথ্য অনুযায়ী আয়ারল্যান্ডে বাংলাদেশীদের গোড়াপত্তন হয় ১৯৭০ এর দশকে। সেই তথ্য অনুযায়ী মরহুম জনাব ইউনুস প্রথম বাংলাদেশী যিনি আয়ারল্যান্ডে এসেছিলেন জীবন জীবিকার অন্বেষনে। তার পরিবার এখনো কেভান শহরে বসবাস করছেন। সেই থেকে এখন পর্যন্ত বহু বাংলাদেশি আয়ারল্যান্ডে এসেছেন এবং এখনো এই ধারা অব্যাহত।

অনেকেই দেশ থেকে অধ্যয়ন ভিসা নিয়ে অথবা মালয়েশিয়া কিংবা বাংলাদেশ থেকে চাকরি ভিসা, ভ্রমণ ভিসা, স্বল্পকালীন অবকাশ ভিসা নিয়ে এই ভূখণ্ডে প্রবেশ করেন। আবার অনেকেই স্পাউস বা নির্ভরশীল ভিসায় আসেন। আর কিছু নানা উপায়ে অনিবন্ধিত অবস্থায় আয়ারল্যান্ডে আসেন। আয়ারল্যান্ডে এই মুহূর্তে কতজন প্রবাসী বাংলাদেশী আছেন সেই ব্যাপারে আমাদের হাতে সঠিক কোন তথ্য নেই।

বর্তমানে আয়ারল্যান্ডে আমাদের তৃতীয় জেনারেশন চলছে। যদিও তৃতীয় জেনারেশনের বংশধর এখনো তাদের বাল্যকালে অবস্থান করছে। কিন্তু দ্বিতীয় জেনারেশনেরই কেউ কেউ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শেষ করে চাকরি জীবনে প্রবেশ করা শুরু করেছে। এদেরকে খুঁজে বের করা হয়তো সময় সাপেক্ষ ও কষ্টসাধ্য। কিন্তু যারা এখনো স্কুলে আছে তাদের সাথে যদি নিয়মিত যোগাযোগ রক্ষা করা যায় তাহলে আমরা জানতে পারবো তাঁরা কত সংখ্যক প্রতি বছর স্কুল শেষ করে কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে।

আজকে যারা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে আগামী ৪/৫ বছরের মধ্যে তারাই আয়ারল্যান্ডের রাজনীতিতে বা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হবে। তারাই বাংলাদেশকে এই দেশে রিপ্রেজেন্ট করবে। তারাই আমাদের কমিউনিটির উন্নয়নের জন্য সরাসরি কাজ করবে। আমরা যদি জানতে পারি আমাদের সন্তানেরা কে কোথায় অগ্রণী ভূমিকা রাখছে, গর্ব করে আমরাই বলতে পারবো এই দেশে আমাদের অবদান কি আছে? এরকম একটা ডাটার উপকারিতা ও প্রয়োজনীয়তা অপরিসীম। সর্বপরি আমরা এই নতুন প্রজন্মের সন্তানদের একটি নেটওয়ার্ক তৈরী করে দিতে পারলে তারা নিজেরা নিজেরদের সাথে যোগাযোগ রক্ষা করে ভবিষ্যতে ঐক্যবদ্ধ হয়ে একে অপরকে সহযোগিতা করে আমাদের কমিউনিটিতে গঠনমূলক ও গুণগত অবদান রাখতে পারবে। তারা বর্তমানের সাথে পূর্ব কিংবা পরবর্তী জেনারেশনের সুষম একটি সেতুবন্ধন গড়ে তুলতে সক্ষম হবে। সমগ্র অয়ার্ল্যান্ডব্যাপী বাংলাদেশী কমিউনিটির মধ্য থেকেই তারা সমবয়সী বন্ধু গড়ে তুলতে পারবে। তাদের মেধা, সামাজিক ও মানসিক বিকাশে জন্য একজন ভালো বন্ধুর বিকল্প নাই, সেটা আমরা সকলেই বুঝতে পারি। এদের মধ্যে দেশপ্রেম ও দেশের প্রতি টান, ভালোবাসা বা দ্বায়বদ্ধতা বৃদ্ধি করতে এটি সহায়ক ভূমিকা পালন করবে। আমরা মনেকরি প্রত্যেক পিতামাতা তাদের সন্তানের মানসিক ও সামাজিক বিকাশের জন্য নিজ তাগিদেই এদেরকে ঐক্যবদ্ধ হতে উতসাহিত করবেন।

আইরিশ বাংলা টাইমসের পক্ষ থেকে আমরা আমাদের কমিউনিটির উন্নয়নের জন্য এই কাজটি করে দিতে চাই। প্রতি বছর যারা লিভিং সার্টিফিকেট ও জুনিয়র সার্টিফিকেট দিবে তাদের একটি ডাটা সংরক্ষণ ও প্রচারের কাজ করতে চাই। সাথে সাথে প্রতি বছর এই সকল শিক্ষার্থীদেরকে নিয়ে একটি সচিত্র প্রতিবেদন করতে চাই। তাদেরকে উপহার দিতে চাই অপার বন্ধুত্বের ও মানসিক বিকাশের সম্ভাবনা, সাথে সাথে সমৃদ্ধ করতে চাই আয়ারল্যান্ডে আমাদের বাংলাদেশী কমিউনিটিকে।

এই লক্ষ্যে আমরা নিন্মোক্ত রেজিস্ট্রেশন ফরম টি সকলের কাছে পৌঁছে দিতে চাই। আপনাদের সকলের সদিচ্ছা ও সহযোগিতা পেলে এই কাজটি সহজেই সর্বোচ্চ্য সংখ্যক তথ্য সম্বলিত একটি তথ্য ভান্ডার হিসেবে গড়তে পারবো। আশা করি আপনারা নিজেরা এই ফরমটি পূরণ করে আপনাদের পরিচিত সকলের সাথে শেয়ার করবেন যারা উক্ত দুইটি পরীক্ষা এই বছর দিয়েছে বলে জানেন অথবা আপনার কাউন্টির একজন রিপ্রেজেন্টেটিভের সাথে যোগাযোগ করতে পারেন যাদের যোগাযোগ নাম্বার নিন্মে দেওয়া হয়েছে। এই কাজের সুবিধার্থে আমরা আয়ারল্যান্ডকে ১১টি অঞ্চলে ভাগ করেছি। সাথে সাথে নর্দার্ন আয়ারল্যান্ডকে যুক্ত করার চেষ্টাও করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে যোগাযোগ করলে তাঁরা আপনাকে সহায়তা করে কৃতজ্ঞ হবেন।

সংগৃহিত সকল তথ্য শুধুমাত্র আইরিশ বাংলা টাইমস পত্রিকার কর্তৃপক্ষের নিকট সর্বোচ্চ নিরাপত্তার সাথে সংরক্ষিত থাকবে। এ ক্ষেত্রে GDPR এর গাইডলাইন অনুসরণ করা হবে।

১ – ডাবলিন: ডাঃ জিন্নুরাইন জাইগিরদার (0860852649) – শাহাদাৎ হোসাইন (0863477325) – দিলীপ কুমার বড়ুয়া (0863570339) – জালাল আহমেদ ভূঁইয়া (0861709221)
২ – কর্ক: কাজী আলম (0877148908) – ফয়জুল্লাহ শিকদার (0867878776) – নাসির খান (0892436519)
৩ – গোলওয়ে : ডাক্তার মুসাব্বির হোসাইন (0894424685) – আজিমুল হোসাইন (0879261137) – আশরাফ চৌধুরী শিবলী (0892117869) – মনিরুল ইসলাম বাবু (0892265300)
৪ – মেয়ো: আব্দুল মান্নান মান (0858757073)
৫ – লিমেরিক: সাজেদুল চোধুরী (0857398056) – আনোয়ারুল হক (0894388406) – ওমর ফারুক নিউটন (0838732429) – মনিরুল ইসলাম (0863475931)
৬ – ওয়াটারফোর্ড: রনদীপ বড়ুয়া (0876905155) – রেজোয়ান লতিফ মুন্না (0894552225) – শিবলী ইসলাম (0894529540)
৭ – নাভান / কাভান / মুলিঙ্গার: ডাঃ মিলন (0879251073) – ডাঃ পারভেজ ইকবাল (0873402713)
৮ – কেরি / ট্রলি / কিলারনী: ইকবাল ভমাহমুদ (0863521483) – মশিউর রহমান (0863820725) – আরিফ ইসলাম (0894165953) – মুজিবুর রহমান (0872760485)
৯ – স্লাইগো / লেটারকেনী: আবু হেনা মোস্তফা কামাল (0894836921) – রহমান রুহেল (0834816695)
১০ – ওয়েক্সফোর্ড: অপু কাজী (0863474557) -সৈয়দ নজরুল ইসলাম (0894222095)
১১ – কিলকেননি: সৈয়দ মুস্তাফিজ (0894394570) – সৈয়দ রেদোয়ান (0862284622)
১২ – নর্থার্ন আয়ারল্যান্ড: মেহেদি হাসান (07751154767) – আব্দুর রব (07405893067)

Please fill up the form below. নিচের ফরমটি পূরণ করুন।

OR Open from below

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfIkg0I50AUqhx08TJA4qIm10LE87zkGaQJmIhoxh37BE7d5g/viewform?usp=pp_url

Facebook Comments Box