আসন্ন বিএসএআই ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে কর্ক ক্রিকেট টিমের প্রস্তুতি

0
984

কর্ক ক্রিকেট টিমের অন্যতম পৃষ্ঠপোষক ডাঃ মুসাব্বির হোসাইন, মোঃ আলম রেজা, রিয়াজ চৌধুরী, রিগান, মোস্তাক আহমেদ আজ মঙ্গলবার ৬ই জুন কর্ক ক্রিকেট টিমের অনুশীলন পর্যবেক্ষণ করেন। আসন্ন বিএসএআই ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে আজ কর্কের হার্লি কুইন্সের ক্রিকেট গ্রাউন্ডে কৰক ক্রিকেট টীম অনুশীলন করে।

আইরিশ বাংলা টাইমসের প্রতিনিধির সাথে আলাপকালে তিনি আসন্ন টুর্নামেন্টের সফলতা কমনা করেন এবং বিএসএআই কে এ রকম একটি টুর্নামেন্টের আয়োজন করায় বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে শরীর চর্চায় খেলাধুলার গুরুত্ব সকলকে স্মরণ করিয়ে দেন।

কর্ক ক্রিকেট “A” টিমের অধিনায়ক আল ফয়সাল হুদা ও “B” টিমের অধিনায়ক মিঠু সরকার আসন্ন টুর্নামেন্টে তাদের সফলতার ব্যাপারে আশা ব্যক্ত করেন। এবং কমিউনিটির অন্যান্ন ব্যক্তিবর্গ ডাঃ মুসাব্বির হোসাইন মতো খেলাধুলা ও শরীর চর্চার মতো কর্মকান্ডে সবাইকে উৎসাহিত করবে বলে আশা ব্যক্ত করেন।

Facebook Comments Box