আয়ারল্যান্ড প্রবাসী ইমিরিটাস অধ্যাপক জাকিয়া রহমানের লিখিত দুটি গ্রন্থ শোভা পাচ্ছে একুশে বইমেলায়

0
404
Poetry books of Zakia Rahman

এবারের একুশে বই মেলায় থাকছে আয়ারল্যান্ড প্রবাসী লিমেরিক বিশ্ববিদ্যালয়ের ইমিরিটাস অধ্যাপক জাকিয়া রহমানের দুটি একক গ্রন্থ

১) জাগতিক প্রকাশনি থেকে প্রকাশিত হওয়া প্রথম কাব্যগ্রন্থ ‘স্বপ্নের আঙিনা’ এর মূল বক্তব্য:
আশাই মানব জীবনের চালক আর সেটা স্বপ্ন থেকে উদ্বুদ্ধ, স্বপ্ন ভেঙে যায় তবুও মানুষ স্বপ্ন দেখে। এমনি হাজার হাজার স্বপ্ন মানুষের মানস-আঙিনায় জন্মায় আর উধাও হয়ে যায়। কোন কোন স্বপ্ন আশার সীবন মনে গভীরভাবে খচিত করে দেয় অনুভব। সে অনুভূতি মনের মাঝে অনুবিদ্ধ হয়ে রয় চিরকাল। স্বপ্ন আশার বৃক্ষ অনেকের জীবনে শাখার পল্লবে ভরে ওঠে তবুও মানুষের জীবনে কিছু না পাওয়ার বা হারানোর
ব্যথা পূর্ণ প্রাপ্তি ফল কখনোই ফলায় না।

এই সব দর্শনকে কেন্দ্র করে কিছু অনুভবের কবিতার আলাপন এই কাব্য গ্রন্থে সমাবেশিত হয়েছে।

২) জাগতিক প্রকাশনি থেকে প্রকাশিত হওয়া জাকিয়া রহমানের আরেকটি ছড়া ও কবিতার বই ‘নীলাম্বরীর ছায়ে’।

এই ছড়া ও কবিতার বই ‘নীলাম্বরীর ছায়ে’ কিশোর ও নবীন তরুণদের জন্য রচিত হলেও আমরাও এদলে যোগদান করতে পারি। বইটি কিশোর ও তরুণদের জন্যে শিক্ষামূলক। বইটিতে ছড়া /কবিতাগুলি পাঁচটি পর্বে বিভক্তঃ
১) মজার ছড়া ২) সামাজিক চেতনা ৩) মানবাধিকার ৪) পরিবেশ সচেতনতা ও ৫) বিজ্ঞান

লেখিকার প্রয়াশ হলো, কিশোর কিশোরী ও কম বয়স্ক তরুনদের জীবনের বিভিন্ন দিক নিয়ে সচেতন করা। জীবনে শুধু কিভাবে জীবিকা নির্বাহ করতে হবে সেটাই বড় নয়। একটি পূর্ণাঙ্গ জীবন যাপন করতে হলে নিজস্ব পারিপার্শ্বিকতা, প্রকৃতি, সমাজ এবং মানুষের দুঃখ সুখের কথা জানতে হবে। এর থেকে ভালো উত্তর আর কিছু নেই।

বই দুটি সকলকে পড়ে দেখার আহবান জানিয়েছেন লেখিকা।

Facebook Comments Box