আয়ারল্যন্ডে খুব শীঘ্রই শহীদ মিনার নির্মিত হবে ।

0
538

স্টাফ রিপোর্ট : ডাবলিনের নির্বাচিত কাউন্সিলর  মোস্তাক আহমেদ ইমন এক বিবৃতিতে  জানিয়েছেন যে ,গতরাতে কাউন্সিল মিটিং এ ডাবলিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহীদ মিনার নির্মানে আমার দেওয়া প্রস্তাব সকল কাউন্সিলর দের ভোটে পাশ হয়েছে । প্রস্তাবের বিপক্ষে কেউ বিরোধীতা করেনি । এখন শুধু মেমোরিয়াল কমিটি থেকে অনুমোদন হলেই আমাদের কাঙ্ক্ষিত ‘ শহীদ মিনার ‘ আমরা পাবো ।

তিনি আরো বলেন অনুমোদন হয়ে গেলে ডাবলিনে শহীদ মিনার বা এর আদলে কিছু একটা নির্মান করতো আর কোন বাঁধা থাকবে না । খুব তাড়াতাড়িই  সুখবর আসবে বলে তিনি আশা ব্যক্ত করেন ।তিনি সবার কাছে দোয়া চেয়েছেন ।

Facebook Comments Box