আমেরিকায় পুলিশের গুলিতে বাংলাদেশি ছাত্র খুন

0
499

ঘটনাটি ঘটেছে গতকাল ৪ জানুয়ারি (বুধবার) যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজে। পুলিশের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণ নিহত হয়েছেন।

নিহতের নাম সাঈদ ফয়সাল, বাংলাদেশি বংশোদ্ভূত। ফয়সাল এখানকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি কাজও করতেন। তাঁদের গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা এলাকায়। তবে যুক্তরাষ্ট্রেই ফয়সালের জন্ম হয়েছে।

পুলিশ জানায় ফয়সালের হাতে ধারালো অস্র ছিল এবং পুলিশ দেখে পালানোর সময় তাকে গুলি করা হয়। ঘটনার পর ফয়সালকে উদ্ধার করে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তবে ফয়সালের চাচা সেলিম জাহাঙ্গীর বলেন, ‘আমার ভাতিজা শান্তশিষ্ট, ভালো ছেলে। তাকে পুলিশ কেন গুলি করল বুঝতে পারছি না।’

ফয়সালের মৃত্যুর এই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ডে প্রতিবাদ সমাবেশ করেছে এবং কেমব্রিজের মেয়র সুমবুল সিদ্দিকীর সঙ্গে দেখা করে প্রতিবাদ জানানোর কর্মসূচি নিয়েছে।

Facebook Comments Box