আপনাকে ভাবাতে ও জাগাতে ‘অণু-প্রেরণা’ নিয়ে আসছেন ওমর এফ নিউটন

0
38
Onupreorona

আপনাকে ভাবাতে ও জাগাতে ‘অণু-প্রেরণা’ নিয়ে আসছেন ওমর এফ নিউটন

‘অণু-প্রেরণা’ – যে নামটিই বহন করে গভীর তাৎপর্য। প্রেরণা এবং অনুপ্রেরণার মাঝে সূক্ষ্ম পার্থক্য বিদ্যমান থাকলেও বহুলাংশে একই অর্থ বহন করে। লেখক এখানে প্রেরণা এবং অনুপ্রেরণার সাথে সামঞ্জস্য রেখে বইয়ের নামকরণ করেছেন ‘অণু-প্রেরণা’। নামটি মূলত বইয়ের বিষয়বস্তু এবং ধরণের সাথে সামঞ্জস্যপূর্ণ।

বইয়ের নাম যেমন ব্যতিক্রমী, বইয়ের বিষয়বস্তু ও উপস্থাপনও ব্যতিক্রমধর্মী। পাঠক হয়তো আত্নউন্ময়ন, মোটিভেশনাল বই পড়েছেন; কিন্তু ‘অণু-প্রেরণা’ বইয়ের পাঠাভিজ্ঞতা পাঠকদের কাছে হবে সম্পূর্ণ নতুন ও ভিন্নধর্মী।

বইয়ের লেখক ওমর এফ নিউটন জানান, “পাঠক বইটির প্রথম পাতা উল্টানো থেকে শুরু করে বইটির শেষ পৃষ্ঠা পর্যন্ত পাবে নতুনত্বের স্বাদ। বইটির শব্দচয়ন, অলংকরণ এবং বিষয়বস্তু; সবকিছুতেই পাবেন ইউনিক অভিজ্ঞতা। যেগুলো পাঠক হয়তো পূর্বে অভিজ্ঞতা লাভ করেন নি।’’

বইয়ের নামকরণ কেন ‘অণু-প্রেরণা’?

বইটির লেখক ওমর এফ নিউটন ‘অণু-প্রেরণা’ নামকরণের ব্যাখ্যা প্রদান করেন।

‘অণু’ মানে হচ্ছে ক্ষুদ্র বা অত্যন্ত ছোট বস্তু, আর ‘প্রেরণা’ মানে হচ্ছে মোটিভেশন বা উৎসাহ। বইটিতে রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র মোটিভেশনাল ও উৎসাহমূলক লেখার সম্ভার। ক্ষুদ্র প্রেরণার অণুসম এই বার্তাগুলো মানুষের জীবনের গভীরতম তাৎপর্যকে উপলব্ধি করতে সহায়ক হবে। দিশা দেখাবে আত্মশক্তির উন্মেষ ঘটিয়ে জীবনের সম্ভাবনাকে নতুনভাবে আবিষ্কার করার।

লেখক আরো জানান যে , ‘’আমাদের জীবনের অতি ক্ষুদ্র বিষয়গুলো, যেগুলো আমরা প্রায়শই উপেক্ষা করি, সেগুলোর মধ্যেই লুকিয়ে থাকে জীবনের সৌন্দর্য ও সাফল্যের চাবিকাঠি। আমাদের চারপাশে ছড়িয়ে থাকা অসংখ্য সম্ভাবনা, যা আমাদের নজর এড়িয়ে যায়, সেগুলোই জীবনের মোড় পরিবর্তনের পথ তৈরি করে। সে বিষয়গুলোই ‘অণু-প্রেরণা’ বইয়ে তুলে আনার চেষ্টা করা হয়েছে।’’

অণুসম ক্ষুদ্র বার্তা প্রদান করে প্রেরণার ভাণ্ডার নিয়ে বইটি লিখিত। আর সেজন্যই বইয়ের নামকরণ করা হয়েছে ‘অণু-প্রেরণা’

তিন অংশে বিভক্ত এই গ্রন্থ পাঠকের সম্মুখে উন্মোচন করবে পাঠের নতুন দিগন্ত। “অণু-প্রেরণা” গতানুগতিক ধারার বাহিরে ভিন্নধর্মী একটি গ্রন্থ, যা পাঠককে প্রদান করবে পাঠের নতুন অভিজ্ঞতা।

বইটি প্রকাশিত হচ্ছে স্বনামধন্য প্রকাশনা জ্ঞানকোষ প্রকাশনী থেকে। জ্ঞানকোষ প্রকাশনীর ২৪ নং প্যাভিলিয়নে পাওয়া যাবে বইটি।

লেখক ওমর এফ নিউটনের প্রথম কাব্যগ্রন্থ ‘’এবার তোরা মানুষ হ’’ যথেষ্ট পাঠকপ্রিয়তা অর্জন করে। বইটির প্রকাশনা সংস্থা অনন্যা কবিতার বই ক্যাটাগরিতে ২০২৪ সালের বইমেলার বেস্ট সেলার বই হিসেবে গণ্য করে। এছাড়াও লিডিং অনলাইন বই বিক্রেতা প্রতিষ্ঠান রকমারি ও বইফেরিতে গল্প ও কবিতার বইয়ে বেস্ট সেলিং প্রথম দশটি বইয়ের একটি ছিল ’’এবার তোরা মানুষ হ’’।

লেখকের বর্তমান আবাস আয়ারল্যান্ডেও ’’এবার তোরা মানুষ হ’’ বইয়ের প্রায় শত বই পাঠকেরা সংগ্রহ করেন।

নতুন বইয়ের বিষয়েও লেখক ওমর এফ নিউটন আশাবাদী। বইয়ের সফলতায় সবার সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box