আজ স্বাধীন বলে

আজ স্বাধীন বলে স্বাধীনতা নিয়ে কবিতা লিখি

0
397

আজ স্বাধীন বলে
নির্বিগ্নে উড়ে বেড়াই ডানা মেলে,
আজ স্বাধীন বলে
লাল সবুজের পতাকা উড়ে গগণ তলে।

আজ স্বাধীন বলে
গর্ব করি বাংলাদেশি বলে,
আজ স্বাধীন বলে
বিশ্বের দরবারে চলি মাথা উঁচু করে।

আজ স্বাধীন বলে
কথা বলি মধুর বাংলায়,
আজ স্বাধীন বলে
মায়ের বোলে গান বাজে গলায়।

আজ স্বাধীন বলে
পরোয়া করিনা কোন রক্ত চক্ষু,
আজ স্বাধীন বলে
ঝরে না চোখে আর মায়ের অশ্রু।

আজ স্বাধীন বলে
কথা বলি নির্ভয়ে,
আজ স্বাধীন বলে
মা বোনেরা থাকেনা আর ভয়ে।

আজ স্বাধীন বলে
স্বাধীনতা নিয়ে কবিতা লিখি,
আজ স্বাধীন বলে
স্বাধীনতা নিয়ে উল্লাসে মাতি।

আজ স্বাধীন বলে
আছে স্বাধীন সত্ত্বা,
আজ স্বাধীন বলে
গর্বে ভরে বুকটা।

ওমর এফ নিউটন
বার্তা সম্পাদক
আইরিশ বাংলা টাইমস

Facebook Comments Box