আজ মধ্যরাত থেকে কার্যকর হবে ক্লোজ কন্টাক্ট টেস্ট ও কোয়ারেন্টাইনের নতুন নিয়ম।

0
700

আজ মধ্যরাত থেকে কার্যকর হবে ক্লোজ কন্টাক্ট টেস্ট ও আইসোলেশনের এর নতুন নিয়ম।
আইসোলেশন ও ক্লোজ কন্টাক্ট বিষয়ে সরকারের জারি করা আগের নির্দেশনায় যে পরিবর্তন আনা হয়েছে সেই নতুন নিয়ম আজ মধ্যরাত থেকে কার্যকর হবে৷
হাজার হাজার মানুষের মধ‌্যে যারা বুস্টার নিয়েছেন এবং যাদের করোনার কোন উপসর্গ নেই তাদের আর আলাদা আইসোলেশনে যাওয়ার দরকার নেই এর পরিবর্তে তাদের অ্যান্টিজেন পরীক্ষা করতে হবে এবং ভালো মানের মাস্ক পরতে হবে।

আরো পরিবর্তন আনা হছে PCR এর উপর, এখন থেকে ৪০ বছরের কম বয়সী যে কেউ অ্যান্টিজেন পরীক্ষায় পজেটিভ রেজাল্ট আসবে তাদের আর পূনরায় PCR টেষ্ট করতে হবে না।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কটিতে ক্লিক করুন:
https://www.rte.ie/news/coronavirus/2022/0112/1273238-at-a-glance-new-rules/

Facebook Comments Box