আজ থেকে আয়ারল্যান্ডে অবতরণে লাগবেনা প্যাসেঞ্জার লোকেটর ফর্ম

0
467

আজ রবিবার ৬ মার্চ ২০২২ থেকে আর দরকার হবেনা আয়ারল্যান্ডে অবতরণকারী যাত্রীদের প্যাসেঞ্জার লোকেটর ফর্ম। বিগত অনেকদিন থেকে প্যাসেঞ্জার লোকেটর ফর্ম একটি অত্যাবশ্যকীয় আইন ছিল ভ্রমণে।

আয়ারল্যান্ডে ধীরে ধীরে সব কোভিড সংক্রান্ত নিয়ম তুলে দেয়া হচ্ছে, এর মাঝে যোগ হল প্যাসেঞ্জার লোকেটর ফর্ম এর উত্তোলন। প্যাসেঞ্জার লোকেটর ফর্ম নিয়ম তোলার পেছনে আরেকটা কারণ হচ্ছে, যুদ্ধ কবলিত দেশ ইউক্রেন থেকে আগত যাত্রীরা যাতে কোন ধরনের জটিলতায় না পড়ে।

নেগেটিভ পিসিআর কিংবা ভ্যাকসিন সার্টিফিকেট এর নিষেধাজ্ঞা আগেই তুলে নেয়া হয়েছিল। প্যাসেঞ্জার লোকেটর ফর্ম তোলার পর আর কোন নিষেধাজ্ঞাই অবশিষ্ট রইলনা।

তবে এখনো বহির্গামী যাত্রীদের গন্তব্যস্থল এর উপর নির্ভর করে পিসিআর টেস্ট কিংবা কোভিড সার্টিফিকেট দরকার হতে পারে। অনেক দেশে এখনো ভ্রমণে কিছু নিষেধাজ্ঞা রয়েছে।

Facebook Comments Box