আইরিশ বাংলা টাইমস পরিবারের শোকবার্তা

0
333



              আমরা শোকাহত

                                             ২০মে ২০২২

ভাষা সৈনিক , রাজনৈতিক বিশ্লেষক , লেখক , কবি , সাংবাদিক এবং কিংবদন্তি গানআমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারির রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে আমরা আইরিশ বাংলা টাইমস পরিবার গভীর ভাবে শোকাহত

গাফফার চৌধুরীর মৃত্যু সত্যিকার অর্থে জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি এবং এই ক্ষতি কখনো পূরণ হওয়ার নয় , তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা অঙ্গনের  একটি বটবৃক্ষের বিদায় হলো।

আর্থসামাজিক প্রেক্ষাপটে, গাফ্ফার চৌধুরী সর্বদা বস্তুনিষ্ঠ কলাম লিখতেন যাতে জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার  জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা থাকতো। আমরা এখন এই কলামগুলো থেকে বঞ্চিত হব।

মৃত্যুর আগ পর্যন্ত প্রবীণ সাংবাদিক কলামিস্ট গাফফার চৌধুরী বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে তার বলিষ্ঠ, সাহসী বস্তুনিষ্ঠ মতামত দিয়ে জাতির সেবা করেছেন , যা দেশের সাংবাদিকতার অঙ্গনে অবিস্মরণীয় হয়ে থাকবে

আমরা আইরিশ বাংলা টাইমস পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতিগভীর সমবেদনা প্রকাশ করি

সম্পাদক মন্ডলীর পক্ষে

আব্দুর রহিম ভূঁইয়া

আইরিশ বাংলা টাইমস পরিবার

Facebook Comments Box