আইরিশ বাংলা টাইমসের সম্পাদক মন্ডলী প্রকাশ এবং আইরিশ নোটিস বোর্ডের সাথে একাত্মতা প্রকাশ

0
930
Irish Bangla Times Editors
Irish Bangla Times Editors

আইরিশ বাংলা টাইমসের সকল পাঠক বৃন্দের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, এক বছর সফলতার সাথে এই পত্রিকাটির সাথে সম্পৃক্ত থাকার ফলে সকল কলামিস্ট ও প্রতিবেদকদের নিয়ে সম্পাদক মন্ডলীর প্যানেল প্রকাশ করা হয়েছে। আইরিশ বাংলা টাইমস পরিবারের সাথে সম্পৃক্ত হতে পেরে এই প্যানেলের সকলেই আনন্দ প্রকাশ করেছেন। সম্পাদকবৃন্দ আয়ারল্যান্ড প্রবাসী সকল বাংলাদেশির কাছে অতীতের ন্যায় আরো গঠনমূলক ও প্রয়োজনীয় সকল খবরাখবর এবং নানা প্রতিবেদন তুলে ধরার দৃঢ় প্রত্যয় জ্ঞাপন করেন। প্রতিকার সম্পাদক জনাব আব্দুর রহিম ভূঁইয়ার পাশাপাশি লিমেরিক থেকে জনাব ওমর ফারুক নিউটন কে বার্তা সম্পাদক, ডাবলিন থেকে জনাব মশিউর রহমান কে বিশেষ কলামিস্ট ও কর্ক থেকে নাসির খান সাকিকে আইটি এডমিনিস্ট্রেটর করে এই প্যানেলের আত্মপ্রকাশ করা হয়।

এর সাথে “আইরিশ নোটিস বোর্ড” ও “আইরিশ বাংলা টাইমস” একযোগে কাজ করার ব্যাপারে একাত্মতা প্রকাশ করে। এ ব্যাপারে আইরিশ নোটিস বোর্ডের সম্পাদক জনাব “মশিউর রহমান” বলেন, আয়ারল্যান্ডে গড়ে উঠা সকল কমিউনিটি সংবাদপত্র বিচ্ছিন্ন ভাবে কাজ না করে একযোগে কাজ করতে পারলে কমিউনিটিকে আরো সুশৃঙ্খল ভাবে অনেক সেবা দেওয়া সম্ভব হবে। উল্ল্যেখ্য আইরিশ নোটিস বোর্ড ২০১৫ সাল থেকে আয়ারল্যান্ডে নিয়মিত ভাবে সংবাদ প্রচার করে আসছে। “আইরিশ নোটিশ বোর্ড” কে সাথে পেয়ে “আইরিশ বাংলা টাইমস” পরিবার আনন্দ প্রকাশ করেছে।

Facebook Comments Box