অ‌নিব‌ন্ধিত অ‌ভিবাসীদের বৈধতা দেওয়ার উদ্যেগ গ্রহণ করেছে আই‌রিশ সরকার

0
664
Irish Bangla Times
Irish Bangla Times
Irish Bangla Times
Irish Bangla Times

ফিনা ফেইল , ফিনা গেইল এবং গ্রিন পা‌র্টির ম‌ধ্যে তা‌দের চলমান সরকার গঠ‌নের আলোচনার কর্মসূচির অংশ হিসাবে আয়ারল্যান্ডে ১৭, ০০০ অনিবন্ধিত অভিবাসীদের আইনী মর্যাদা দেওয়ার পরিকল্পনার ফলপ্রসূ আলোচনা হ‌য়ে‌ছে ।

আই‌রিশ ইন‌ডি‌পে‌ন্ডেন্ট সূত্রে জানা গে‌ছে আয়ারল্যান্ডে অনিবন্ধিত অভিবাসীদের জন্য একটি খসরা নীাতমালা তৈরীর উ‌দ্যেগ গ্রহণ ক‌রে‌ছে উক্ত দলগু‌লি । খসড়া পরিকল্পনার আওতায় এ জাতীয় অভিবাসন নী‌তিমালার মানদণ্ড নির্ধারণ করা হবে নূতন সরকার গ্রহণের ১৮ মাসের মধ্যেই । কা‌জের পাশাপা‌শি ইইউ এবং সাধারণ অঞ্চল ভ্রমণ সংক্রান্ত বাধ্যবাধকতার বিষ‌য় উ‌ল্লেখ থাক‌বে উক্ত নী‌তিমালায় ।

যদিও এ ক্ষে‌ত্রে চূড়ান্ত কোনও চুক্তি এখন পর্যন্ত সস্পা‌দিত হয়‌নি, তবে এই প‌রিকল্পনা প্রতিষ্টার জর‌্য সরকা‌রের কাছ থে‌কে প্রতিশ্রুতি আদায় করার ক্ষে‌ত্রে এ‌টিকে অভিবাসীদের অধিকার বাস্তবায়ন সংক্রান্ত প্রচারকারীদের “বড় জয়” হি‌সে‌বে ম‌নে কর‌ছে আলোচনার সা‌থে জ‌ড়িত এক‌টি ঘ‌নিষ্ট সূত্র ।

অনু‌দিত : আই‌রিশ ইন‌ডি‌পে‌ন্ডেন্ট
সৈয়দ আতিকুর রব

Facebook Comments Box