অল-আয়ারল্যান্ড ফুটবলের উত্তেজনাকর ফাইনাল আজ

0
726
Mayo vs Tyrone

আজ ১১ সেপ্টেম্বর ২০২১ অনুষ্ঠিত হতে যাচ্ছে অল-আয়ারল্যান্ড ফুটবলের প্রতীক্ষিত ফাইনাল। ফাইনালে আজ মুখোমুখি হবে রিপাবলিক আয়ারল্যান্ডের কাউন্টি মেয়ো (Mayo) এবং নর্দান আয়ারল্যান্ডের কাউন্টি টাইরন (Tyrone)। অনুষ্ঠিতব্য ফাইনালে এক অন্যরকম উত্তেজনা কাজ করতেছে কারণ, দুই প্রতিদ্বন্দ্বী মূলত দুই দেশের অন্তর্ভুক্ত। 

এই ফাইনালটি হবে অল-আয়ারল্যান্ড ফুটবল ফাইনালের ১৩৪ তম ফাইনাল। যা অনুষ্ঠিত হবে ডাবলিনের ক্রোক পার্ক স্টেডিয়ামে।

কাউন্টি মেয়ো এবার লড়বে তাদের চতুর্থ টাইটেল নিশ্চিত করার জন্য। সর্বশেষ তারা চ্যাম্পিয়ন হয়েছিল ১৯৫১ সালে। যদিও তারা ১৯৮৯, ১৯৯৬, ১৯৯৭, ২০০৪, ২০০৬, ২০১২, ২০১৩, ২০১৬, ২০১৭ এবং সর্বশেষ ২০২০ সালে ফাইনাল খেলেছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে একটিও জিততে পারে নাই। এবার কি তারা পারবে তাদের এই সুধীর্ঘ সময়ের আক্ষেপ গোছাতে?

অন্যদিকে কাউন্টি টাইরন টাইটেলের দিক থেকে মেয়ো থেকে একটি চ্যাম্পিয়নশিপে এগিয়ে আছে। এবার তারা খেলবে পঞ্চম শিরোপা নিশ্চিত করতে।

অল-আয়ারল্যান্ড ফুটবল মূলত আমেরিকান ধাঁচের ফুটবল, যা যুগপৎভাবে হাত ও পা এর সংমিশ্রণে খেলা হয়। যা গতানুগতিক ধারার ফুটবল থেকে ভিন্ন।

আজকের ফাইনালকে ঘিরে উভয় আয়ারল্যান্ডেই বিরাজ করতেছে টান টান উত্তেজনা। শুভকামনা রইল উভয় দলের প্রতি।

Facebook Comments Box