অরতি – মনিরুজ্জামান শুভ্র

0
889

সনেট (ছন্দ- পেত্রাকীয়)

অরতি
–মনিরুজ্জামান শুভ্র


কত শত বার আমি চেয়েছি তোমায়
রেখে দিতে হৃদয়ের গোপন কুঠিতে।
হাজার বছর পর তবুও তোমাতে
না পাই আমার ছায়া, না পাই অগ্নিয়
সবুজ শিখার হিম শীতল তাপীয়।
ধূয়ার কুণ্ডলী উড়ে চুঙ্গীর বর্তিতে,
কথা ছিল কোন এক অমাবস্যা রাতে
হারিয়ে যাবো জোনাকি হয়ে অজানায়।

অসীম মহাশূন্যের ধূলো কণা হয়ে
মহাকালের অচেনা অন্ধ চোরাপথে,
ভালবাসা হারিয়েছে আদি অন্ধকূপে।
শত আলোক বর্ষের পথ পাড়ি দিয়ে
এই ধরায় পরেছি ঐ উল্কার সাথে
কোন এক কাল রাতে প্রেমো মালা জপে।

১০/০৩/২০২০ইং
টোলামোর, আয়ারল্যান্ড
(ছন্দ বিন্যাস- ক খ খ ক ক খ খ ক, গ ঘ ঙ গ ঘ ঙ)

Facebook Comments Box